বাবার কাছে বায়না খোকার
কিনবে রিমোট গাড়ি,
তা না হলে বাবার সাথে
আজই দেবে আড়ি।।
আদর করে বাবা তাকে
কোলে তুলে নিল,
দোকান থেকে রিমোট গাড়ি
কিনে এনে দিল।
ঘুমিয়ে খোকা স্বপ্ন দেখে
চালায় গাড়ি জোরে,
বাস্তবে না স্বপ্ন ছিল
টের পেল সে ভোরে।।
বাবার কাছে বায়না খোকার
কিনবে রিমোট গাড়ি,
তা না হলে বাবার সাথে
আজই দেবে আড়ি।।
আদর করে বাবা তাকে
কোলে তুলে নিল,
দোকান থেকে রিমোট গাড়ি
কিনে এনে দিল।
ঘুমিয়ে খোকা স্বপ্ন দেখে
চালায় গাড়ি জোরে,
বাস্তবে না স্বপ্ন ছিল
টের পেল সে ভোরে।।
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম