ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে
কুনো ব্যাঙের বিয়ে,
ব্যাঙের রাজা দৌড়ে এলো
আরও এলো টিয়ে।
বৃষ্টি জলে ভিজে তারা
খকখকিয়ে কাশে,
তাইনা দেখে হুতোম পেঁচা
খিলখিলিয়ে হাসে।
কাছেই ছিল ন্যাংটি ইঁদুর
ধরল মেলে ছাতা,
তাড়াতাড়ি করল যে শেষ
বিয়ের আসন পাতা।
ব্যাঙেরা সব খুশি হয়ে
নাচতে শুরু করে,
ব্যাঙের বিয়ে হলো সারা
বৃষ্টি গেল ধরে।