লেজওয়ালা ভূতেরা সব
গাছের শাখায় থাকে,
মাটির কাছে যায় না ভয়ে
লেজ গুটিয়ে রাখে।
গাছের ডালে ঘুরে ঘুরে
ধরে তারা ফড়িং,
বাজপাখিটা সামনে এলে
নাচে তিড়িংবিড়িং।
গাছের নিচে রাতে গিয়ে
ডাল ধরে দেয় ঝাঁকি,
তাদের কাণ্ডে ভয়ে পালায়
ঘুমন্ত সব পাখি।
লেজওয়ালা ভূতেরা সব
গাছের শাখায় থাকে,
মাটির কাছে যায় না ভয়ে
লেজ গুটিয়ে রাখে।
গাছের ডালে ঘুরে ঘুরে
ধরে তারা ফড়িং,
বাজপাখিটা সামনে এলে
নাচে তিড়িংবিড়িং।
গাছের নিচে রাতে গিয়ে
ডাল ধরে দেয় ঝাঁকি,
তাদের কাণ্ডে ভয়ে পালায়
ঘুমন্ত সব পাখি।
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম