আমার দেশে নানা নামে
আমের দেখা পাই,
স্বাদের মজা লুটে নিতে
আম ফলটা খাই।
ছোট্ট বড়ো নানা পদের
আমের এই না দেশ,
উদর ভরে খেয়ে নেব
লাগবে ভারি বেশ।
নামের চেয়ে গুণের কদর
আমার দেশের আম,
স্বাদের মজা অতি বেশি
অল্প তবে দাম।
ফলের রাজা আমের নামটি
জানি সবে ভাই,
কাঁচা পাকা আমের গাছে
তুলনা তার নাই।
সারা দেশে বাড়ি বাড়ি
ধরে কত আম,
কোঠা দিয়ে পেড়ে আনি
ফেলে রেখে কাম।