শরৎ কালে কাশফুলেরা
শূন্যে মেলে পাখা,
শিউলি ফুলের ছন্দ তালে
গন্ধে হৃদয় মাখা।
শারদীয় দুর্গা পূজায়
আনন্দ, হইচই,
তাল পেকেছে, তাল পেকেছে
শিশু, কিশোর কই।
নীল আকাশের ভেলায় চড়ে
উড়ছে সাদা মেঘ,
পদ্ম ফোটে, শাপলা ফোটে
দেখরে তোরা দেখ।
আমলকী আর করমচাতে
ভীষণ মজা ভাই,
ঘাসফুলেরা হঠাৎ এসে
বললো আমায় তাই।