এই যে আকাশ সুনীল আকাশ
নীল যে সারি সারি
নীলের ভিতর লুকিয়ে আছে
মেঘের বসত বাড়ি।
মাঝে মাঝেই মেঘের ছানা
উঁকি দিয়ে যায়
আকাশ মাঝে রং ছিটিয়ে
পলকে হারায়।
মেঘের ছানা বৃষ্টি হয়ে
নাচে ছন্দ তুলে
বাতাস তখন গান যে ধরে
রাগ অভিমান ভুলে।
এই যে আকাশ সুনীল আকাশ
নীল যে সারি সারি
নীলের ভিতর লুকিয়ে আছে
মেঘের বসত বাড়ি।
মাঝে মাঝেই মেঘের ছানা
উঁকি দিয়ে যায়
আকাশ মাঝে রং ছিটিয়ে
পলকে হারায়।
মেঘের ছানা বৃষ্টি হয়ে
নাচে ছন্দ তুলে
বাতাস তখন গান যে ধরে
রাগ অভিমান ভুলে।
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম