শিয়াল বসে ফন্দি আঁটে
মোরগ ধরতে যাবে,
সন্ধ্যে বেলা চলছে একা
শিকার ধরে খাবে।
হায়রে কপাল শিয়াল যখন
মোরগ ধরতে গেলো,
পিছলে দুই পা হুমড়ি খেয়ে
নিজেই আঘাত পেলো।
উঠে দেখে লেজখানা যে
গেলো অর্ধেক কেটে,
কাটা লেজে মনের দুঃখে
যাচ্ছে হেঁটে হেঁটে।
শিয়াল বসে ফন্দি আঁটে
মোরগ ধরতে যাবে,
সন্ধ্যে বেলা চলছে একা
শিকার ধরে খাবে।
হায়রে কপাল শিয়াল যখন
মোরগ ধরতে গেলো,
পিছলে দুই পা হুমড়ি খেয়ে
নিজেই আঘাত পেলো।
উঠে দেখে লেজখানা যে
গেলো অর্ধেক কেটে,
কাটা লেজে মনের দুঃখে
যাচ্ছে হেঁটে হেঁটে।