আজ শ্রাবণের আকাশ দেখে
বলছে খুকু হেসে
গোমরা মুখের মেঘগুলো সব
কোথায় গেল ভেসে?
ঝকঝকে ওই রোদটা যে হায়
আগুন ভরা খাতা
বৃষ্টি কোথায়, কোথায় আমার
কোলা ব্যাঙের ছাতা?
তাইতো খুকু ডাকছে জোরে
ও রোদ তুমি শোনো
তোমার সাথে এই আমিটার
নেইতো আড়ি কোনো।
তার পরেও আগুন ঢেলেই
পোড়াচ্ছো ওই চোখে
ও রোদ তোমার এই আচরণ
বলো না কে রোখে?