মামা বাড়ি গিয়ে দেখি
খাঁচায় পোষা পাখি
কথা বলে, গান গায়
নেই তো মুখে হাসি।
আমি বলি, নাম কি তোমার?
বলল রেগে ময়না।
খাঁচার ভিতর বন্দি জীবন
এই যাতনা সয় না।
কথা শুনে মায়া হলো
দিলাম খাঁচা খুলে
ফুড়ুৎ করে উড়ে গেল
পাখা দুটি মেলে।
মামা বাড়ি গিয়ে দেখি
খাঁচায় পোষা পাখি
কথা বলে, গান গায়
নেই তো মুখে হাসি।
আমি বলি, নাম কি তোমার?
বলল রেগে ময়না।
খাঁচার ভিতর বন্দি জীবন
এই যাতনা সয় না।
কথা শুনে মায়া হলো
দিলাম খাঁচা খুলে
ফুড়ুৎ করে উড়ে গেল
পাখা দুটি মেলে।