কাঠের পুতুল কাঠের পুতুল
পুতুল পুতুল বিয়ে,
সং সাজি আয় ঢং করি গাঁয়
বাদ্য-বাজনা নিয়ে।
টিয়ে নাচে কাকাতুয়া
নাচে ময়না পাখি,
বরকনে যায় পালকি চড়ে
জুড়ায় পরান আঁখি।
নতুন জামাই আনলো নামাই
হাতে রসের হাঁড়ি,
নতুন পিঁড়ায় বসলে নেব
টাকা কাঁড়ি কাঁড়ি।
কাঠের পুতুল কাঠের পুতুল
পুতুল পুতুল বিয়ে,
সং সাজি আয় ঢং করি গাঁয়
বাদ্য-বাজনা নিয়ে।
টিয়ে নাচে কাকাতুয়া
নাচে ময়না পাখি,
বরকনে যায় পালকি চড়ে
জুড়ায় পরান আঁখি।
নতুন জামাই আনলো নামাই
হাতে রসের হাঁড়ি,
নতুন পিঁড়ায় বসলে নেব
টাকা কাঁড়ি কাঁড়ি।