১৮ আগস্ট, ২০১৯ ২১:০৩

বগুড়ায় ১৩৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ১৩৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা কমতে শুরু করেছে। জেলায় রবিবার সরকারি ও বেরসরকারী বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ১৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। জেলায় গত এক মাসে প্রায় ৬৬৩ জন চিকিৎসা গ্রহণ করেছে। এরমধ্যে ছাড়পত্র নিয়েছেন ৫৫০ জন। বাকিরা রয়েছে পর্যবেক্ষণে।

বগুড়া জেলা সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১৩৩ জন। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছে ৯৯ জন। মোহাম্মাদ আলী হাসপাতালে ১৩ জন, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১০জন, সোনাতলা উপজেলা হাসপাতালে ১ জন, সিটি ক্লিনিক ১জন, ডক্টরস ক্লিনিকে ১জন, ইনডেপেনডেন্ট হাসপাতালে ১ জন, শামছুন্নাহার ক্লিনিকে ৪ জন চিকিৎসাধীন রয়েছে। জেলায় গত এক মাসে ৬৬৩ জন চিকিৎসা গ্রহণ করেছে। এরমধ্যে ছাড়পত্র নিয়েছেন ৫৫০জন। বাকিরা রয়েছে পর্যবেক্ষণে।

বিডি প্রতিদিন/মজুমদার

 

 

 

সর্বশেষ খবর