গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫১ জন। এছাড়া সারা দেশে আরও ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হলেন পাঁচ হাজার ৩৯৮ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চট্রগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট চার হাজার ৮৪২ জন ছাড়পত্র পেয়েছেন।
বিডি-প্রতিদিন/শআ