ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পটুয়াখালী শহরের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বরিশালে পৌঁছালে তার মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম আরশী দেবনাথ জয়ত্রী (১৪)। তিনি শহরের সবুজবাগ প্রথম লেন এলাকার বাসিন্দা, ব্যবসায়ী বিপ্লব দেবনাথের বড় মেয়ে এবং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হয় জয়ত্রী। অবস্থার অবনতি হলে সোমবার রাতে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সময় বরিশাল অতিক্রম করার পর সে মারা যায়। পরে তার মরদেহ পটুয়াখালীর নিজ বাসায় আনা হয়।
পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, “আরশী দেবনাথ নামে এক রোগী সোমবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি হয়। তার প্রেসার এতটাই নিচে নেমে গিয়েছিল যে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আজ বিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পথে তাঁর মৃত্যু হয়।”
জয়ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার সহপাঠী ও প্রতিবেশীরা জানান, আরশী ছিল মেধাবী ও ভদ্র স্বভাবের। তার এমন মৃত্যুতে পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছাপ স্পষ্ট।
বিডি প্রতিদিন/আশিক