৩ অক্টোবর, ২০২১ ২১:২৪

হাওরাঞ্চলে অধিক ফলনশীল ধান চাষে জাইকা’র সঙ্গে চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

হাওরাঞ্চলে অধিক ফলনশীল ধান চাষে জাইকা’র সঙ্গে চুক্তি স্বাক্ষর

হাওরাঞ্চলে অধিক ফলনশীল ধান চাষে উদ্বুদ্ধকরণে সহায়তার লক্ষে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সঙ্গে পাঁচ বছরের চুক্তি সম্পাদন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট ও এসেড হবিগঞ্জ।

রবিবার সকালে হবিগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি সাক্ষরিত হয়। 

জাইকা’র পক্ষে বাংলাদেশের সিনিয়র রিপ্রেজেন্টেটিভ সাহেকি তাকেশি, ধান গবেষণা ইনস্টিটিউটের পক্ষে হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ড. মোজাম্মেল হক এবং এসেড হবিগঞ্জের প্রধান নির্বাহী জাফর ইকবাল চৌধুরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

পরে জাইকা প্রতিনিধি দলের সদস্যরা হাওর এলাকায় চাষ উপযোগী বিভিন্ন জাতের ধানের মাঠ পরিদর্শন করেন।

এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাইকা বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি মোকাবিলা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিনিধি ইতো ডাইসোকে ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ অফিসের বিজ্ঞানী ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন এলজিইডি’র স্মল স্কেল ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালকসহ দেশি বিদেশি বিশেষজ্ঞ, গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ কার্যক্রমের প্রেসিডেন্ট প্রকৌশলী মশিউর রহমান, ব্রি’র কৃষি বিজ্ঞানীরা।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর