আলুবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু রফতানি বন্ধ করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানা যায়। স্থলবন্দর দিয়ে পিঁয়াজসহ অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক থাকলেও সোমবার থেকে আলু আমদানি বন্ধ রয়েছে।
এর প্রভাবে স্থলবন্দরের খুচরা বাজারে ভারত থেকে আমদানি করা আলু কেজিতে ৩-৪ টাকা এবং পিঁয়াজের কেজিতে ১২-১৫ টাকা বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা।
হাকিমপুরের হিলি বাজারের খুচরা ব্যবসায়ীরা বলেন, রবিবার ভারতীয় আলু ৬০টাকা কেজি দরে বিক্রি হলেও সোমবার বিক্রি হয়েছে ৬৪-৬৫টাকায়। আর পিঁয়াজ কেজিতে ১২-১৫টাকা বেড়ে ৮০-৮৫টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগে এই পিঁয়াজ ৬৫ টাকায় বিক্রি হয়েছিল। নতুন আলু বাজারে না আসা পর্যন্ত দাম কমার কোনো সম্ভাবনা নেই।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ভারতের পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশে আলু রফতানি না করার ক্ষেত্রে আলুবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ রেখেছে। এ কারণে সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে দেশে আলু আমদানি হচ্ছে না।
তিনি আরও বলেন, ভারত থেকে পিঁয়াজ আসা বন্ধ হবে, এমন একটা গুজব ছড়ানো হচ্ছে। পিঁয়াজের আমদানি স্বাভাবিক রয়েছে। তবে ভারতে যে পরিমাণ আলুর এলসি করা আছে, তা আমদানি করা না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে স্থলবন্দরের আমদানিকারকরা।
হিলি স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের শনিবার ও রোববার দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩২ ট্রাকে ৯২৩ টন পিঁয়াজ এবং ৬৬ ট্রাকে ২ হাজার ৩৫ টন আলু আমদানি হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল