অবশেষে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম। সপ্তাহজুড়েই টানা ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল মূল্যবান এই ধাতুর দামে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোমবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ৮ শতাংশ কমে ৩ হাজার ৩৩২ দশমিক ৪ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও প্রায় ১ শতাংশ কমেছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ৩৩১ দশমিক ৯০ ডলারে বিক্রি হচ্ছে।
গত ৭ মে থেকে ক্রমাগত পতনের মুখে ডলারের মান। এর ফলে বিদেশি মুদ্রাধারীদের জন্য গ্রিনব্যাক-মূল্যের স্বর্ণ অনেকটাই সস্তা হয়ে যায়। এতে গত বুধবার (২১ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৩০৫ দশমিক ৩৯ ডলারে দাঁড়ায়। যা ছিল গত ১২ মে’র পর বিশ্ববাজারে স্বর্ণের সর্বোচ্চ দর।
বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের ইইউ’র উপর উচ্চ শুল্কারোপ বিলম্বিত করার সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে মূল্যবান ধাতুটির দাম কমেছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ