গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় দুদিন ধরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহর ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন জনসাধারণ। বন্যার পানি না নামতেই অতিবর্ষণে নিম্নাঞ্চল ফের প্লাবিত হয়েছে।
আজ দিনভর ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার ভোর থেকে সোমবার পর্যন্ত জেলায় কখনও ভারি, কখনও হালকা টানা বৃষ্টি চলছিল। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহতভাবে বৃষ্টি পড়ছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারি বৃষ্টিপাতের ফলে জেলা শহরের কাচারীবাজার, ভি-এইড রোড, মুন্সীপাড়া, ডেভিট কোম্পানীপাড়া, সরকারপাড়া, পলাশপাড়া ও সোহরাওয়ার্দী, স্টেশন সড়ক, ভিএইড সড়কসহ বিভিন্ন সড়কে প্রচুর পানি জমায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ সব সড়ক দিয়ে বর্তমানে যানবাহন ও সাধারণ লোকজন চলাচল ব্যাহত হচ্ছে।
বৃষ্টির কারণে শহরে লোক সমাগম তেমন ছিল না। তবে বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলার খেটে খাওয়া মানুষ। কাজ না পেয়ে বাধ্য হয়ে বাসায় ফিরে যেতে হয়েছে।
এ ছাড়া জেলা শহর ছাড়াও গ্রামাঞ্চলে অব্যাহত বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ে। কৃষকরা জমিতে কাজ করতে যেতে পারেননি। নদীতীরবর্তী ও নিচু এলাকাগুলোতে পানি জমেছে। ফলে অনেক এলাকায় আমনসহ অন্য ফসলের ক্ষেত তলিয়ে গেছে।
এদিকে, জেলা শহরে জলাবদ্ধতার ব্যাপারে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের কোনো ভ্রূক্ষেপ নেই বলে কয়েকজন পৌরবাসী অভিযোগ করেন। পৌরসভার মেয়র শামছুল আলম জানান, ভারি বর্ষণের কারণে সামান্য জলাবদ্ধতা হলেও বৃষ্টি থেমে গেলে তা কমে যায়। তবে জলাবদ্ধতা নিরসনে শহরের অনেক ড্রেন ও সড়ক সংস্কার করা হচ্ছে।