তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার নিজ দলের নেতা-কর্মীদের হাতে প্রাণ দিতে হলো তৌকির ইসলাম নামের এক ছাত্রলীগ নেতাকে। ঢাকার সমাবেশ শেষে চট্টগ্রামে ফেরার সময় ট্রেনের আসনে বসাকে কেন্দ্র করে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা তৌকিরের সঙ্গে সাতকানিয়ার ছাত্রলীগ নেতা-কর্মীদের বচসা বেধে যায়। এরই একপর্যায়ে সাতকানিয়ার ছাত্রলীগ নেতা-কর্মীরা তৌকিরকে ট্রেন থেকে ফেলে দেয়। প্রাণভয়ে ট্রেন থেকে লাফিয়ে আহত হন লোহাগাড়া ছাত্রলীগের আরও দুই কর্মী। ছাত্রলীগ সম্পর্কে বলা হতো, এ সংগঠনটির ইতিহাসই বাংলাদেশের ইতিহাস। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে তারা। মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা ইতিহাসে সোনালি অক্ষরেই লেখা থাকবে। কিন্তু কালের বিবর্তনে ছাত্রলীগ এখন সে ঐতিহ্যের ফসিল মাত্র। আমাদের দেশের রাজনীতিতে একটা কথা বেশ প্রচলিত। বলা হয় ছাত্রলীগ এবং যুবলীগ যাদের অঙ্গ বা সহযোগী সংগঠন তাদের ডোবাতে প্রতিপক্ষের দরকার হয় না। গত পৌনে ছয় বছরে দেশের উন্নয়নে ক্ষমতাসীন সরকারের অর্জন সত্যিকার অর্থেই বিশাল। তবে এ সাফল্য জনমনে ততটা ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম হয়নি ছাত্রলীগ, যুবলীগ নামধারীদের কারণে। পৌনে ছয় বছর আগে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে আরম্ভ হয় ছাত্রলীগপনা। কোথাও কোথাও যুবলীগপনা। আওয়ামী লীগ নামের ঐতিহ্যবাহী দলটির মুখে কালিমা লাগানোর অপকর্মে লিপ্ত হওয়াকে তারা কর্তব্য বলে বেছে নেয়। আদু ভাই বয়সী ছাত্রলীগ এবং দাদা-নানার বয়সী যুবলীগ নেতা-কর্মীদের দৌরাত্দ্য সব সীমা ছাড়িয়ে যায়। বিভীষণের এই বরপুত্ররা নিজেদের লুটপাটের ভাগবাটোয়ারাজনিত বিরোধে কখনো কখনো একে অন্যের রক্তও ঝরায়। লিপ্ত হয় নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে। এমনকি গুপ্তহত্যার মাধ্যমে কেউ কেউ পথের কাঁটা দলীয় প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চলন্ত ট্রেন থেকে যারা নিজ সংগঠনের নেতা-কর্মীদের ফেলে হতাহত করতে পারে তারা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের উত্তরাধিকার হিসেবে নিজেদের দাবি করতে পারে কীনা ভাবতে হবে। আমরা আশা করব প্রশাসন তৌকির হত্যাকাণ্ডকে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে যাবে না। এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
শিরোনাম
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
ছাত্রলীগনামা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর