শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

এ কোন ছাত্রলীগ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সুমন চন্দ্র দাস নামের এক ছাত্র নিহত এবং প্রক্টর ও পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে ফ্রাঙ্কেনস্টাইনের দানব হিসেবে আবির্ভূত ছাত্রলীগ নামধারীদের উন্মত্ত আচরণে শিক্ষাঙ্গনে প্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনের অস্তিত্ব বজায় রাখা দায় হয়ে পড়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বীদের ওপর চড়াও হওয়ার সুযোগ থাকছে না যেখানে নিজেরাই অন্তর্কোন্দলে লিপ্ত হয়ে সন্ত্রাস চর্চার পরকাষ্ঠা দেখাচ্ছে। এ সংগঠনের অস্ত্রবাজ সদস্যদের অপতৎপরতার পরিণতিতে বৃহস্পতিবার কর্তৃপক্ষ শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করতেও বাধ্য হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ সম্পর্কে বলেছেন, এ সংগঠনটির ইতিহাসই বাংলাদেশের ইতিহাস। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছে তারা। মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা ইতিহাসে সোনালি অক্ষরেই লেখা থাকবে। কালের বিবর্তনে আজকের ছাত্রলীগ এখন সে ঐতিহ্যের ফসিল মাত্র। আমাদের দেশের রাজনীতিতে একটা কথা বেশ প্রচলিত। বলা হয় ছাত্রলীগ এবং যুবলীগ যাদের অঙ্গ সংগঠন তাদের ডোবাতে প্রতিপক্ষের দরকার হয় না। গত পৌনে ছয় বছরে দেশের উন্নয়নে ক্ষমতাসীন সরকারের অর্জন সত্যিকার অর্থেই বিশাল। তবে এ সাফল্য জনমনে ততটা ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম হয়নি ছাত্রলীগ, যুবলীগ নামধারীদের কারণে। পৌনে ছয় বছর আগে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে আরম্ভ হয় ছাত্রলীগপনা। কোথাও কোথাও যুবলীগপনা। আওয়ামী লীগ নামের ঐতিহ্যবাহী দলটির মুখে কালিমা লাগানোর অপকর্মে লিপ্ত হওয়াকে তারা কর্তব্য বলে বেছে নেয়। আদুভাই বয়সী ছাত্রলীগ এবং দাদা-নানার বয়সী যুবলীগ নেতাকর্মীদের দৌরাত্দ্য সব সীমা ছাড়িয়ে যায়। বিভীষণের এই বরপুত্ররা নিজেদের লুটপাটের ভাগ-বাটোয়ারাজনিত বিরোধে কখনো কখনো একে অন্যের রক্তও ঝরায়। লিপ্ত হয় নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে। এমনকি গুপ্তহত্যার মাধ্যমে কেউ কেউ পথের কাঁটা দলীয় প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা নিজেদের সংগঠনের কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যার নজির রেখেছে তারা ছাত্রলীগ নামের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের উত্তরাধিকার হিসেবে নিজেদের দাবি করতে পারে কিনা ভাবতে হবে। আমরা আশা করব, পুলিশ প্রশাসন সুমন হত্যাকাণ্ডকে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে যাবে না। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে আমরা এমনটিই দেখতে চাই।

 

 

 

সর্বশেষ খবর