চার দিনের সফরে শনিবার ঢাকা আসছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ এবং ওআইসির মধ্যকার বিদ্যমান সহযোগিতার সম্পর্ক আরো প্রসারিত করতেই ঢাকা সফরে আসছেন তিনি।
সফরকালীন সময়ে মাদানি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়া রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গেও ওআইসি মহাসচিব সাক্ষাত করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সফরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মাদানি। ওআইসি মহাসচিব পদে নতুন দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর।