অধিকাংশ ভোটকেন্দ্র দখল করে নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুল হক মালিক মজু সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি অভিযোগ করে বলেন, ৮৫টি ভোটকেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। তারা জোরপূর্বক বুথে ঢুকে সিল মারছে।
এদিকে, সকাল সোয়া ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল কাউনাইট টিলু তার বাড়িতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আলমডাঙ্গার ১০৩টি কেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামীলীগের ক্যাডাররা। তিনিও ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
	অন্যদিকে রিটার্নিং অফিসার আঞ্জুমান আরা বেগম বলেন,'সুষ্ঠুভাবে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ চলছে।'
	 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        