ঈদুল আজহা উপলক্ষে এ বছর রাজধানীতে ২২টি পশুরহাট বসানোর প্রস্তুতি চলছে। এর মধ্যে ৯টি বসবে ঢাকা উত্তর সিটি ও ১৩টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, সড়ক-মহাসড়ক ও রেললাইনের সন্নিকটে পশুরহাট না বসানোর নির্দেশনা দিলেও ঢাকা মহানগরীর পশুরহাটের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করেই ডিএসসিসি এলাকায় ১৩টি অস্থায়ী হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে আছে মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুর-খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, ব্রাদার্স ইউনিয়নসংলগ্ন বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, জিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন জায়গা, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ এবং সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সংলগ্ন খালি জায়গা। ঢাকা দক্ষিণ সিটির আটটি হাটের ইজারা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটির জন্য কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পুনঃদরপত্র ডাকা হয়েছে। এই ১৩টি হাটের মধ্যে ১০টিই খেলার মাঠ, রেললাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসছে। অন্যদিকে ডিএনসিসি এ বছর ৯টি অস্থায়ী হাটের অনুমতি দিয়েছে। এর মধ্যে আছে কুড়িল ৩০০ ফুট রাস্তার পাশে, বসিলা ব্রিজসংলগ্ন স্থান, মিরপুর ডিওএইচএস, উত্তরার ১৫ নম্বর সেক্টর, খিলক্ষেত বনরূপা, আশিয়ান সিটি, ভাটারার সাঈদনগর, আফতাবনগর ও মিরপুরের ৬ নম্বর সেকশন। এর মধ্যে কুড়িল ৩০০ ফুট, বসিলা ব্রিজ ও উত্তরা ১৫ নম্বর সেকশনের হাট তিনটি রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানীতে যানজটের অভিশাপে নগরবাসীকে সারা বছরই ভোগান্তির সম্মুখীন হতে হয়। যেখানে সেখানে পশুরহাট বসলে তা যানজট যেমন অসহনীয় করে তুলবে তেমন জনভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। স্বীকার করতেই হবে পশুরহাট বসানোর মতো খোলামেলা জায়গার অভাব রাজধানীতে প্রকট। কিন্তু তাই বলে যেখানে সেখানে হাট বসানো হবে তা কাম্য হতে পারে না। এ ব্যাপারে দুই সিটি করপোরেশন এবং সংশ্লিষ্টদের অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
যেখানে সেখানে পশুরহাট
কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা কাম্য
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর