ঈদুল আজহা উপলক্ষে এ বছর রাজধানীতে ২২টি পশুরহাট বসানোর প্রস্তুতি চলছে। এর মধ্যে ৯টি বসবে ঢাকা উত্তর সিটি ও ১৩টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, সড়ক-মহাসড়ক ও রেললাইনের সন্নিকটে পশুরহাট না বসানোর নির্দেশনা দিলেও ঢাকা মহানগরীর পশুরহাটের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করেই ডিএসসিসি এলাকায় ১৩টি অস্থায়ী হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে আছে মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুর-খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, ব্রাদার্স ইউনিয়নসংলগ্ন বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, জিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন জায়গা, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ এবং সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সংলগ্ন খালি জায়গা। ঢাকা দক্ষিণ সিটির আটটি হাটের ইজারা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটির জন্য কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পুনঃদরপত্র ডাকা হয়েছে। এই ১৩টি হাটের মধ্যে ১০টিই খেলার মাঠ, রেললাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসছে। অন্যদিকে ডিএনসিসি এ বছর ৯টি অস্থায়ী হাটের অনুমতি দিয়েছে। এর মধ্যে আছে কুড়িল ৩০০ ফুট রাস্তার পাশে, বসিলা ব্রিজসংলগ্ন স্থান, মিরপুর ডিওএইচএস, উত্তরার ১৫ নম্বর সেক্টর, খিলক্ষেত বনরূপা, আশিয়ান সিটি, ভাটারার সাঈদনগর, আফতাবনগর ও মিরপুরের ৬ নম্বর সেকশন। এর মধ্যে কুড়িল ৩০০ ফুট, বসিলা ব্রিজ ও উত্তরা ১৫ নম্বর সেকশনের হাট তিনটি রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানীতে যানজটের অভিশাপে নগরবাসীকে সারা বছরই ভোগান্তির সম্মুখীন হতে হয়। যেখানে সেখানে পশুরহাট বসলে তা যানজট যেমন অসহনীয় করে তুলবে তেমন জনভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। স্বীকার করতেই হবে পশুরহাট বসানোর মতো খোলামেলা জায়গার অভাব রাজধানীতে প্রকট। কিন্তু তাই বলে যেখানে সেখানে হাট বসানো হবে তা কাম্য হতে পারে না। এ ব্যাপারে দুই সিটি করপোরেশন এবং সংশ্লিষ্টদের অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
যেখানে সেখানে পশুরহাট
কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা কাম্য
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর