ঈদুল আজহা উপলক্ষে এ বছর রাজধানীতে ২২টি পশুরহাট বসানোর প্রস্তুতি চলছে। এর মধ্যে ৯টি বসবে ঢাকা উত্তর সিটি ও ১৩টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, সড়ক-মহাসড়ক ও রেললাইনের সন্নিকটে পশুরহাট না বসানোর নির্দেশনা দিলেও ঢাকা মহানগরীর পশুরহাটের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করেই ডিএসসিসি এলাকায় ১৩টি অস্থায়ী হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে আছে মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুর-খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, ব্রাদার্স ইউনিয়নসংলগ্ন বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, জিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন জায়গা, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ এবং সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সংলগ্ন খালি জায়গা। ঢাকা দক্ষিণ সিটির আটটি হাটের ইজারা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটির জন্য কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পুনঃদরপত্র ডাকা হয়েছে। এই ১৩টি হাটের মধ্যে ১০টিই খেলার মাঠ, রেললাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসছে। অন্যদিকে ডিএনসিসি এ বছর ৯টি অস্থায়ী হাটের অনুমতি দিয়েছে। এর মধ্যে আছে কুড়িল ৩০০ ফুট রাস্তার পাশে, বসিলা ব্রিজসংলগ্ন স্থান, মিরপুর ডিওএইচএস, উত্তরার ১৫ নম্বর সেক্টর, খিলক্ষেত বনরূপা, আশিয়ান সিটি, ভাটারার সাঈদনগর, আফতাবনগর ও মিরপুরের ৬ নম্বর সেকশন। এর মধ্যে কুড়িল ৩০০ ফুট, বসিলা ব্রিজ ও উত্তরা ১৫ নম্বর সেকশনের হাট তিনটি রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানীতে যানজটের অভিশাপে নগরবাসীকে সারা বছরই ভোগান্তির সম্মুখীন হতে হয়। যেখানে সেখানে পশুরহাট বসলে তা যানজট যেমন অসহনীয় করে তুলবে তেমন জনভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। স্বীকার করতেই হবে পশুরহাট বসানোর মতো খোলামেলা জায়গার অভাব রাজধানীতে প্রকট। কিন্তু তাই বলে যেখানে সেখানে হাট বসানো হবে তা কাম্য হতে পারে না। এ ব্যাপারে দুই সিটি করপোরেশন এবং সংশ্লিষ্টদের অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিরোনাম
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
যেখানে সেখানে পশুরহাট
কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা কাম্য
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর