ঈদুল আজহা উপলক্ষে এ বছর রাজধানীতে ২২টি পশুরহাট বসানোর প্রস্তুতি চলছে। এর মধ্যে ৯টি বসবে ঢাকা উত্তর সিটি ও ১৩টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। স্থানীয় সরকার মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, সড়ক-মহাসড়ক ও রেললাইনের সন্নিকটে পশুরহাট না বসানোর নির্দেশনা দিলেও ঢাকা মহানগরীর পশুরহাটের ক্ষেত্রে তা মানা হচ্ছে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করেই ডিএসসিসি এলাকায় ১৩টি অস্থায়ী হাটের দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে আছে মেরাদিয়া বাজার, উত্তর শাহজাহানপুর-খিলগাঁও রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, ব্রাদার্স ইউনিয়নসংলগ্ন বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়ামের আশপাশের খালি জায়গা, জিগাতলা হাজারীবাগ মাঠ, রহমতগঞ্জ খেলার মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন জায়গা, আরমানিটোলা খেলার মাঠ ও আশপাশের খালি জায়গা, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, পোস্তগোলা শ্মশানঘাটসংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠসংলগ্ন খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠ এবং সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড ও সংলগ্ন খালি জায়গা। ঢাকা দক্ষিণ সিটির আটটি হাটের ইজারা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটির জন্য কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পুনঃদরপত্র ডাকা হয়েছে। এই ১৩টি হাটের মধ্যে ১০টিই খেলার মাঠ, রেললাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসছে। অন্যদিকে ডিএনসিসি এ বছর ৯টি অস্থায়ী হাটের অনুমতি দিয়েছে। এর মধ্যে আছে কুড়িল ৩০০ ফুট রাস্তার পাশে, বসিলা ব্রিজসংলগ্ন স্থান, মিরপুর ডিওএইচএস, উত্তরার ১৫ নম্বর সেক্টর, খিলক্ষেত বনরূপা, আশিয়ান সিটি, ভাটারার সাঈদনগর, আফতাবনগর ও মিরপুরের ৬ নম্বর সেকশন। এর মধ্যে কুড়িল ৩০০ ফুট, বসিলা ব্রিজ ও উত্তরা ১৫ নম্বর সেকশনের হাট তিনটি রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানীতে যানজটের অভিশাপে নগরবাসীকে সারা বছরই ভোগান্তির সম্মুখীন হতে হয়। যেখানে সেখানে পশুরহাট বসলে তা যানজট যেমন অসহনীয় করে তুলবে তেমন জনভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। স্বীকার করতেই হবে পশুরহাট বসানোর মতো খোলামেলা জায়গার অভাব রাজধানীতে প্রকট। কিন্তু তাই বলে যেখানে সেখানে হাট বসানো হবে তা কাম্য হতে পারে না। এ ব্যাপারে দুই সিটি করপোরেশন এবং সংশ্লিষ্টদের অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা