মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতিবিরোধী লড়াই

যুবসমাজের অগ্রগণ্য ভূমিকা কাম্য

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রবিবার রাজধানীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আলোচনা সভায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। কিন্তু দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মুক্তিযুদ্ধের স্বপ্ন ও চেতনাকে অবমাননা করছে। সমাজ থেকে দূরে সরে যাচ্ছে আদর্শ ও নৈতিকতা। এ অবস্থার পরিবর্তনে যুবসমাজকে বড় শক্তি ও অপার সম্ভাবনা বলে অভিহিত করেছেন প্রধান বিচারপতি। অদম্য আগ্রহ, সৃজনশীলতা এবং সুন্দর বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে দুর্নীতিবিরোধী অভিযানে সর্বাত্মক অংশগ্রহণকে সময়ের দাবি বলেও অভিহিত করেছেন। দুর্নীতিবাজদের সামাজিক বয়কটের আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, সবাই দুর্নীতিকে ‘না’ বলে এবং দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের মাধ্যমে এ দেশকে একদিন দুর্নীতিমুক্ত করবই- এ অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। একই সমাবেশে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির কারণে দেশের প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ কম হচ্ছে। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের প্রধান অন্তরায় হিসেবেও বিবেচিত হয় দুর্নীতি। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে প্রধান বিচারপতি ও দুদক চেয়ারম্যানের বক্তব্য খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যের দাবিদার। বাংলাদেশ পাকিস্তানি শাসনের নাগপাশে আবদ্ধ ছিল ২৩ বছর। বাঙালিরাই ছিল পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ। কিন্তু পাকিস্তানি শাসকরা সংখ্যাগরিষ্ঠ মানুষকে দেশ শাসনের সুযোগ থেকে বঞ্চিত করেছে। সব ক্ষেত্রে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে বাঙালিদের বঞ্চনার শিকার বানিয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে আমাদের পূর্বপুরুষরা। মুক্তিযুদ্ধও শুরু হয়েছিল জনগণের দ্বারা নির্বাচিত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের হাতে ক্ষমতা হস্তান্তরে পাকিস্তা- নি শাসকদের অনীহার কারণে। মুক্তিযুদ্ধের স্বপ্ন ও চেতনা ছিল এ দেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া। রাষ্ট্র ও সমাজ থেকে সব অন্যায়ের অবসান ঘটানো। একাত্তরে তরুণরাই দেশের মুক্তির জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল। দুর্নীতির বিরুদ্ধে লড়াই প্রকারান্তরে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন ও চেতনাকে ধারণ করার লড়াই। এ লড়াইয়ে যুবসমাজের অগ্রগণ্য ভূমিকার কোনো বিকল্প নেই। দেশকে দ্রুত এগিয়ে নিতে হলে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন হতেই হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর