গার্মেন্ট শ্রমিকরা তাদের টানা আট দিনের বিক্ষোভ শেষে কাজে ফিরতে শুরু করেছেন। গার্মেন্ট শিল্পাঞ্চলগুলোয় থেমে গেছে শ্রমিকদের স্লোগান, পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। প্রতিটি কারখানার সামনে পুলিশ থাকলেও সর্বত্রই চলছে শান্তিপূর্ণ সহাবস্থান। গার্মেন্ট শিল্পে হঠাৎ করে অসন্তোষ দানা বেঁধেছিল বাস্তবায়ন পর্যায়ে ঘোষিত মজুরি কাঠামোর কিছু অসংগতিকে কেন্দ্র করে। স্মর্তব্য, সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করে গত ২৫ নভেম্বর গেজেট প্রকাশ করে সরকার। ১ ডিসেম্বর থেকে তা কার্যকরের নির্দেশনা দেওয়া হয় সেখানে। বেতন হাতে নেওয়ার পরপরই মজুরি কাঠামোর কয়েকটি গ্রেডে বেতন কমে যাওয়ার অভিযোগ জানিয়ে গত ৬ জানুয়ারি থেকে ঢাকা ও আশপাশের গার্মেন্ট কর্মীরা বিক্ষোভ করেন। আন্দোলনের মুখে গত রবিবার সচিবালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে ছয় গ্রেডে বিভিন্ন অঙ্কের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ডিসেম্বর থেকেই এ কাঠামো কার্যকর হবে। ডিসেম্বরের বেতন হয়ে যাওয়ায় আগামী ফেব্রুয়ারিতে জানুয়ারি মাসের মজুরি নেওয়ার সময় বকেয়া বাড়তি বেতন পাবেন শ্রমিকরা। মজুরি কাঠামো সমন্বয়ের পর ঢাকার সাভার ও আশুলিয়ার গার্মেন্ট শ্রমিকরা কাজে ফিরেছেন। টানা আট দিন বিক্ষোভের পর ওই অঞ্চলের দু-একটি ছাড়া অন্যসব কারখানায় কাজ চলছে। কারখানাগুলোর সামনে পুলিশ মোতায়েনের পাশাপাশি গার্মেন্ট শিল্পাঞ্চলে টহল দিচ্ছে পুলিশ ও র্যাব। মঙ্গলবার আশুলিয়ার জামগড়ার একটি কারখানার শ্রমিকরা কাজ না করে বেরিয়ে গেলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, আশুলিয়ার গার্মেন্ট শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। শ্রমিক অসন্তোষে উৎসাহ জুগিয়েছেন এমন কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গার্মেন্ট শিল্পে শান্তি ফিরে আসা স্বস্তিদায়ক ঘটনা। এই শিল্পের সঙ্গে সরাসরি জড়িত ৪০ লাখ শ্রমিক। তাদের ওপর নির্ভরশীলের সংখ্যা অন্তত ২ কোটি মানুষ। দেশের অর্থনীতিতে প্রাণভোমরার ভূমিকা পালনকারী এই শিল্পে অস্থিতিশীলতা দানা বেঁধে উঠলে তা সবার জন্যই বিড়ম্বনা ডেকে আনবে; যা কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা
- বাংলাদেশে সফল নির্বাচন দেখতে চায় ইইউ
- দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ঐক্যের খোঁজে জাতি, অনৈক্যে বিপর্যয় অনিবার্য
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
গার্মেন্টে স্বস্তির হাওয়া
সবার জন্যই সুখবর
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর