বাংলাদেশি এক তরুণীকে দেহব্যবসায় বাধ্য করতে তার ওপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে নারী পাচারকারী চক্রের সদস্যরা। এ নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরালও করে দেয় সুসংবদ্ধ অপরাধীরা। পুলিশ নির্যাতিত তরুণীকে উদ্ধার করেছে। আটক করেছে অপরাধীদের। নিপীড়কদের পালের গোদা ইউটিউবের বাংলাদেশি টিকটকার হৃদয় বাবু। ঢাকার মগবাজারের বাসিন্দা বাবুর বিরুদ্ধে এলাকায় ছিনতাই-রাহাজানিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী পাচার একটি ওপেন সিক্রেট। অবশেষে জানা গেল, দেশে অপসংস্কৃতির গড্ডলিকা প্রবাহের মাধ্যমে ইউটিউবের টিকটকাররাও এ ধরনের অপরাধে জড়িত। ভারতের বেঙ্গালুরুর একটি পতিতাপল্লী থেকে পাচারকৃত তরুণীকে উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। তার ওপর নির্যাতনের সঙ্গে জড়িত দুই নারীসহ ছয়জনকে তারা গ্রেফতারও করেছে। বাংলাদেশ পুলিশ অপরাধী হৃদয় বাবুকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ চক্রের সঙ্গে জড়িত বাংলাদেশি অন্য কেউ গ্রেফতার হলে তাদেরও আইনের আওতায় আনতে ফেরত পেতে চাচ্ছে। হৃদয় বাবুর অপতৎপরতা সম্পর্কে তদন্তও শুরু করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক প্রচারমাধ্যমের অনাচার চলছে দীর্ঘদিন ধরে। ধর্মের নামে জঙ্গিবাদ ও অসহিষ্ণুতার বিস্তার, সংস্কৃতির নামে অপসংস্কৃতিতে উৎসাহসহ চরিত্র হননের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইউটিউব। তথ্যপ্রযুক্তির অপব্যবহারজনিত অনাচারে দেশের শান্তি-শৃঙ্খলাও হুমকির মুখে। ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, হাটহাজারী ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অঘটনের পেছনে ফেসবুক ও ইউটিউব অনাচারের ভূমিকা ছিল অনস্বীকার্য। সন্দেহ নেই, তথ্যপ্রযুক্তি মানুষের জানা এবং জ্ঞানচর্চার পরিধিকে সম্প্রসারিত করেছে। তবে একই সঙ্গে এটি সমাজে অস্থিরতা সৃষ্টি, ব্লাকমেইলিং ও যৌন হয়রানির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ফেসবুক ও ইউটিউব জঙ্গিবাদ ও অসহিষ্ণু শক্তির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে। এসব অনাচার বন্ধে সরকারকে কঠোর হতে হবে। এটি তাদের দায়িত্ব।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
ভারতে নারী পাচার
ইউটিউব অনাচারে লাগাম টানা হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর