বাংলাদেশি এক তরুণীকে দেহব্যবসায় বাধ্য করতে তার ওপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে নারী পাচারকারী চক্রের সদস্যরা। এ নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরালও করে দেয় সুসংবদ্ধ অপরাধীরা। পুলিশ নির্যাতিত তরুণীকে উদ্ধার করেছে। আটক করেছে অপরাধীদের। নিপীড়কদের পালের গোদা ইউটিউবের বাংলাদেশি টিকটকার হৃদয় বাবু। ঢাকার মগবাজারের বাসিন্দা বাবুর বিরুদ্ধে এলাকায় ছিনতাই-রাহাজানিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী পাচার একটি ওপেন সিক্রেট। অবশেষে জানা গেল, দেশে অপসংস্কৃতির গড্ডলিকা প্রবাহের মাধ্যমে ইউটিউবের টিকটকাররাও এ ধরনের অপরাধে জড়িত। ভারতের বেঙ্গালুরুর একটি পতিতাপল্লী থেকে পাচারকৃত তরুণীকে উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। তার ওপর নির্যাতনের সঙ্গে জড়িত দুই নারীসহ ছয়জনকে তারা গ্রেফতারও করেছে। বাংলাদেশ পুলিশ অপরাধী হৃদয় বাবুকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এ চক্রের সঙ্গে জড়িত বাংলাদেশি অন্য কেউ গ্রেফতার হলে তাদেরও আইনের আওতায় আনতে ফেরত পেতে চাচ্ছে। হৃদয় বাবুর অপতৎপরতা সম্পর্কে তদন্তও শুরু করেছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক প্রচারমাধ্যমের অনাচার চলছে দীর্ঘদিন ধরে। ধর্মের নামে জঙ্গিবাদ ও অসহিষ্ণুতার বিস্তার, সংস্কৃতির নামে অপসংস্কৃতিতে উৎসাহসহ চরিত্র হননের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইউটিউব। তথ্যপ্রযুক্তির অপব্যবহারজনিত অনাচারে দেশের শান্তি-শৃঙ্খলাও হুমকির মুখে। ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, হাটহাজারী ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অঘটনের পেছনে ফেসবুক ও ইউটিউব অনাচারের ভূমিকা ছিল অনস্বীকার্য। সন্দেহ নেই, তথ্যপ্রযুক্তি মানুষের জানা এবং জ্ঞানচর্চার পরিধিকে সম্প্রসারিত করেছে। তবে একই সঙ্গে এটি সমাজে অস্থিরতা সৃষ্টি, ব্লাকমেইলিং ও যৌন হয়রানির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ফেসবুক ও ইউটিউব জঙ্গিবাদ ও অসহিষ্ণু শক্তির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে। এসব অনাচার বন্ধে সরকারকে কঠোর হতে হবে। এটি তাদের দায়িত্ব।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ভারতে নারী পাচার
ইউটিউব অনাচারে লাগাম টানা হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর