জিম্বাবুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক ট্রফি অর্জন করেছেন টাইগাররা। জিম্বাবুয়ে সফরকালে আফ্রিকার এ দলটির বিরুদ্ধে তারা বিজয়ের বৈজয়ন্তী উড়িয়েছিলেন টেস্ট জয়ের মাধ্যমে। তারপর ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে সমর্থ হন। টি-টোয়েন্টির প্রথম ম্যাচে বাংলাদেশ দাপটের সঙ্গে খেলে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ের পরিণতিতে। রবিবারের তৃতীয় টি-টোয়েন্টিটি যে কারণে ফাইনালের আব হ সৃষ্টি করে। সে ম্যাচে জিম্বাবুয়ে বাংলাদেশের সামনে ১৯৪ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেয়। কিন্তু সে টার্গেট টাইগাররা অতিক্রম করেন ৫ উইকেট হাতে রেখে। টি-টোয়েন্টি প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতেছিল মাহমুদুল্লাহ বাহিনী। দ্বিতীয় ম্যাচে তারা হেরে যান ২৩ রানে। রবিবারের অলিখিত ফাইনালে টাইগাররা জয় পান রেকর্ড গড়ে। সৌম্য সরকার, অধিনায়ক মাহমুদুল্লাহ ও শামীম পাটোয়ারীর বেপরোয়া ব্যাটিং কাক্সিক্ষত জয় এনে দেয়। শেষ দিকে শামীমের ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ জয় পায় ৪ বল হাতে রেখে। সৌম্য সরকার বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে খেলেন ৬৬ রানের ইনিংস। ৪৯ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা সৌম্য সিরিজ-সেরাও হয়েছেন। অধিনায়ক মাহমুদুল্লাহ ৩৪ রান করেন ৩৮ বলে এবং সাকিব ২৫ রান করেন ১৩ বলে। টস জিতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে। যা বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ স্কোর। জিম্বাবুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক ট্রফি বাংলাদেশ দলকে আরও বড় প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা জোগাবে। বড় টার্গেট অতিক্রম করার মানসিকতা অর্জনেও টি-টোয়েন্টির সিরিজ জয় অবদান রাখবে আগামী দিনের পথচলায়। হ্যাটট্রিক ট্রফি অর্জনের জন্য টাইগারদের অভিনন্দন। ক্রিকেটে আরও জোরালোভাবে এগিয়ে যাক আমাদের সন্তানরা।
শিরোনাম
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া