জিম্বাবুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক ট্রফি অর্জন করেছেন টাইগাররা। জিম্বাবুয়ে সফরকালে আফ্রিকার এ দলটির বিরুদ্ধে তারা বিজয়ের বৈজয়ন্তী উড়িয়েছিলেন টেস্ট জয়ের মাধ্যমে। তারপর ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে সমর্থ হন। টি-টোয়েন্টির প্রথম ম্যাচে বাংলাদেশ দাপটের সঙ্গে খেলে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ের পরিণতিতে। রবিবারের তৃতীয় টি-টোয়েন্টিটি যে কারণে ফাইনালের আব হ সৃষ্টি করে। সে ম্যাচে জিম্বাবুয়ে বাংলাদেশের সামনে ১৯৪ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেয়। কিন্তু সে টার্গেট টাইগাররা অতিক্রম করেন ৫ উইকেট হাতে রেখে। টি-টোয়েন্টি প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতেছিল মাহমুদুল্লাহ বাহিনী। দ্বিতীয় ম্যাচে তারা হেরে যান ২৩ রানে। রবিবারের অলিখিত ফাইনালে টাইগাররা জয় পান রেকর্ড গড়ে। সৌম্য সরকার, অধিনায়ক মাহমুদুল্লাহ ও শামীম পাটোয়ারীর বেপরোয়া ব্যাটিং কাক্সিক্ষত জয় এনে দেয়। শেষ দিকে শামীমের ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ জয় পায় ৪ বল হাতে রেখে। সৌম্য সরকার বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে খেলেন ৬৬ রানের ইনিংস। ৪৯ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা সৌম্য সিরিজ-সেরাও হয়েছেন। অধিনায়ক মাহমুদুল্লাহ ৩৪ রান করেন ৩৮ বলে এবং সাকিব ২৫ রান করেন ১৩ বলে। টস জিতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে। যা বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ স্কোর। জিম্বাবুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক ট্রফি বাংলাদেশ দলকে আরও বড় প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা জোগাবে। বড় টার্গেট অতিক্রম করার মানসিকতা অর্জনেও টি-টোয়েন্টির সিরিজ জয় অবদান রাখবে আগামী দিনের পথচলায়। হ্যাটট্রিক ট্রফি অর্জনের জন্য টাইগারদের অভিনন্দন। ক্রিকেটে আরও জোরালোভাবে এগিয়ে যাক আমাদের সন্তানরা।
শিরোনাম
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
টাইগারদের হ্যাটট্রিক ট্রফি
আরও এগিয়ে যাক আমাদের সন্তানরা
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর