জিম্বাবুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক ট্রফি অর্জন করেছেন টাইগাররা। জিম্বাবুয়ে সফরকালে আফ্রিকার এ দলটির বিরুদ্ধে তারা বিজয়ের বৈজয়ন্তী উড়িয়েছিলেন টেস্ট জয়ের মাধ্যমে। তারপর ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করতে সমর্থ হন। টি-টোয়েন্টির প্রথম ম্যাচে বাংলাদেশ দাপটের সঙ্গে খেলে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ের পরিণতিতে। রবিবারের তৃতীয় টি-টোয়েন্টিটি যে কারণে ফাইনালের আব হ সৃষ্টি করে। সে ম্যাচে জিম্বাবুয়ে বাংলাদেশের সামনে ১৯৪ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেয়। কিন্তু সে টার্গেট টাইগাররা অতিক্রম করেন ৫ উইকেট হাতে রেখে। টি-টোয়েন্টি প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতেছিল মাহমুদুল্লাহ বাহিনী। দ্বিতীয় ম্যাচে তারা হেরে যান ২৩ রানে। রবিবারের অলিখিত ফাইনালে টাইগাররা জয় পান রেকর্ড গড়ে। সৌম্য সরকার, অধিনায়ক মাহমুদুল্লাহ ও শামীম পাটোয়ারীর বেপরোয়া ব্যাটিং কাক্সিক্ষত জয় এনে দেয়। শেষ দিকে শামীমের ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ জয় পায় ৪ বল হাতে রেখে। সৌম্য সরকার বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে খেলেন ৬৬ রানের ইনিংস। ৪৯ বলের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা সৌম্য সিরিজ-সেরাও হয়েছেন। অধিনায়ক মাহমুদুল্লাহ ৩৪ রান করেন ৩৮ বলে এবং সাকিব ২৫ রান করেন ১৩ বলে। টস জিতে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে। যা বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ স্কোর। জিম্বাবুয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক ট্রফি বাংলাদেশ দলকে আরও বড় প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা জোগাবে। বড় টার্গেট অতিক্রম করার মানসিকতা অর্জনেও টি-টোয়েন্টির সিরিজ জয় অবদান রাখবে আগামী দিনের পথচলায়। হ্যাটট্রিক ট্রফি অর্জনের জন্য টাইগারদের অভিনন্দন। ক্রিকেটে আরও জোরালোভাবে এগিয়ে যাক আমাদের সন্তানরা।
শিরোনাম
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
টাইগারদের হ্যাটট্রিক ট্রফি
আরও এগিয়ে যাক আমাদের সন্তানরা
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর