সিলেটের জকিগঞ্জে দেশের ২৮তম গ্যাস ক্ষেত্রের সন্ধানলাভ জ্বালানি সংকটের সময় কিছুটা হলেও আশার আলো জ্বালিয়েছে। বাংলাদেশের গ্যাস ক্ষেত্রগুলোর মজুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং অবস্থা এতটাই নাজুক যে বিদেশ থেকে ইতিমধ্যে চড়া দামে গ্যাস আমদানি করতে হচ্ছে। এ দুঃসময়ে জকিগঞ্জে গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়ার সুখবর জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। নতুন এ গ্যাস ক্ষেত্রে মোট মজুদ ৬৮ বিলিয়ন ঘনফুট। এর মধ্যে উত্তোলনযোগ্য মজুদ ৫০ বিলিয়ন ঘনফুট। এখান থেকে দৈনিক ১০ মিলিয়ন গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। আর ১০ থেকে ১২ বছর পর্যন্ত পাওয়া যাবে জকিগঞ্জের গ্যাস যার দাম ১ হাজার ২৭৬ কোটি টাকা। এ বছরের ১ মার্চ জকিগঞ্জে কূপ খনন শুরু করে বাপেক্স। ৭ মে কূপ খনন শেষ হয়। ১৫ জুন ড্রিল স্টিম টেস্ট গ্যাসের শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে প্রতি বর্গ ইঞ্চিতে ৬ হাজার পিএসআই আর ফ্লোটিং চাপ ১৩ হাজারের বেশি। জকিগঞ্জে নতুন ক্ষেত্র আবিষ্কৃত হলেও এ গ্যাস পেতে আরও দেড় থেকে দুই বছর লাগবে। বাংলাদেশে এটা নিয়ে জাতীয় প্রতিষ্ঠান বাপেক্স আটটি গ্যাস ক্ষেত্র আবিষ্কারে সমর্থ হলো। বাপেক্সের প্রযুক্তিবিদদের প্রতি জাতির আস্থায় যথাযথ প্রতিদান দিতে সামর্থ্য হয়েছেন তারা। বাপেক্স সিলেট গ্যাস ফিল্ডে আরও ১০টি ড্রিলিংয়ের প্রস্তুতি নিচ্ছে। পার্বত্য চট্টগ্রামে সিসমিক সার্ভে ও নতুন করে ড্রিলিংয়ের কাজ শুরু করবে তারা। বাংলাদেশের অভ্যন্তরীণ প্রয়োজন মেটাতে আরও অনেক অনেক গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা দরকার। এজন্য সাগর প্রান্তকে সবচেয়ে সম্ভাবনাময় ভাবা হয়। কিন্তু সাগরে গ্যাস অনুসন্ধানের প্রযুক্তিগত সক্ষমতার অভাবে সরকার বিদেশি কোম্পানিগুলোর শরণাপন্ন হতে বাধ্য হচ্ছে। এ সীমাবদ্ধতা কাটাতে বাপেক্সের সক্ষমতা বাড়ানোয় সরকার আরও যত্নবান হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
নতুন গ্যাস ক্ষেত্র
সংকট মোচনে অবদান রাখবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর