আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার আগেই পাকা আপেলের মতো ঝরে পড়েছে ওয়াশিংটনের আশীর্বাদপুষ্ট কাবুল সরকার। যাদের স্তব্ধ করতে দুই দশক আগে দেশটি দখলে নিয়েছিল পশ্চিমা জোট সেই তালেবানরা ইতিমধ্যে রাজধানী কাবুল দখল করেছে। পার্থক্য শুধু এটুকু, জঙ্গি সংগঠন তালেবান তাদের মারো ধরো কাটো কালচার থেকে দৃশ্যত সরে এসেছে। কাবুলে মার্কিন সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গনি ক্ষমতা ছেড়েছেন তালেবানের সঙ্গে আলোচনার পর। বিশিষ্ট কূটনীতিক আলী আহমাদ জালালির কাছে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে তিনি ও তার সহকর্মী নিরাপদে দেশত্যাগ করেছেন। তালেবানের পক্ষ থেকে সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, নারীরা হিজাব পরে ঘর থেকে বের হতে পারবে। আফগানিস্তানে তালেবান উত্থান সম্পর্কে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিজ্ঞতা খুবই তিক্ত। ধারকাছের দেশগুলোয় জঙ্গিবাদ রপ্তানির ধৃষ্টতাও দেখিয়েছে তারা। সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদাকে আশ্রয় দিয়ে তারা শুধু নিজেদের অস্তিত্বই বিপন্ন করেনি আফগানিস্তানের স্বাধীনতা-সার্বভৌমত্বকেও প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ। আমাদের মহান মুক্তিযুদ্ধে আফগানদের সহযোগিতা অবিস্মরণীয়। পাকিস্তান থেকে বাঙালি সেনা সদস্যরা আফগানিস্তান হয়ে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। সার্কভুক্ত বন্ধু দেশটিতে কারা ক্ষমতায় থাকবে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা শুধু চাইব আফগানিস্তানে যারাই ক্ষমতায় থাকুন তারা সভ্য দুনিয়ার সঙ্গে সহাবস্থানের নীতি অনুসরণ করবেন। সন্ত্রাসবাদ রপ্তানি কিংবা বিদেশি জঙ্গিদের মদদ দেওয়া থেকে বিরত থাকবেন। আমরা একটি নতুন আফগানিস্তান দেখার প্রতীক্ষায়। যেখানে মানবাধিকার নিশ্চিত থাকবে। থাকবে গণতান্ত্রিক পরিবেশ। নিজেদের স্বার্থেই নতুন শাসকরা এ বিষয়ে সচেতন থাকবেন এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
কাবুলে তালেবান
সভ্য দুনিয়ার সঙ্গে সহাবস্থান প্রত্যাশিত
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর