রাজধানীর আবাসিক এলাকাগুলো তাদের আবাসিক বৈশিষ্ট্যের তকমা হারাচ্ছে। ওয়ারী, ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, উত্তরা প্রতিটি আবাসিক এলাকা এখন পুরোদস্তুর বাণিজ্যিক এলাকায় রূপ নিয়েছে। বাণিজ্যিক বৈশিষ্ট্যের কারণে এসব এলাকায় প্রায় সারাক্ষণ লেগে থাকে যানজট। শব্দদূষণ মানুষের শ্রবণ শক্তি কেড়ে নেওয়ার বিপদ সৃষ্টি করছে। রাজধানীর ওয়ারী আবাসিক এলাকার শুরু সেই ব্রিটিশ আমলে। আবাসিক এলাকা হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নির্মাণ করেছিল রাজধানীর উত্তরা মডেল টাউন, বনানী ও গুলশান। কিন্তু সময়ের ব্যবধানে এ আবাসিক এলাকাগুলোর অধিকাংশ এখন বাণিজ্যিক রূপ নিয়েছে। এলাকাগুলোতে বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠায় হারিয়েছে আবাসিক মর্যাদা। রাজউক নির্ধারিত নির্দিষ্ট ফির বিনিময়ে আবাসিক প্লট অতি সহজেই বাণিজ্যিক প্লটে রূপান্তর হচ্ছে। ইতোমধ্যে গুলশান বনানীর কয়েকটি সড়কের দুই পাশ বাণিজ্যিক এলাকা হিসেবে ব্যবহার হচ্ছে। বাণিজ্যিক ব্যবহারের ফলে আবাসিক এলাকাগুলো হারিয়েছে স্বকীয় রূপ। ২০০৪ সালের ২০ সেপ্টেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে রাজউকের গুলশান ও বনানী আবাসিক এলাকার শুটিং ক্লাব থেকে গুলশান ২ নম্বর চত্বর পর্যন্ত; বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-বনানী সংযোগ ব্রিজ থেকে গুলশান-বারিধারা ব্রিজ পর্যন্ত; গুলশান-মহাখালী ব্রিজ থেকে বাড্ডা লিঙ্ক রোড পর্যন্ত প্লটগুলো বাণিজ্যিক হিসেবে ব্যবহারের অনুমতি দেয়। একই সঙ্গে বনানী ১১ নম্বর রোডের উভয় পাশের প্লটগুলোকে অভিন্ন সুযোগ দেওয়া হয়। তবে এসব রোডের বাইরেও গুলশান, বনানী, বারিধারায় বিভিন্ন আবাসিক প্লটে নির্ধারিত ফি দিয়ে রাজউকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবাসিক এলাকাগুলো বাণিজ্যিক এলাকায় রূপান্তর হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী নাগরিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এ অবস্থা কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়। আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষায় সরকার দৃষ্টি দেবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
আবাসিক থেকে বাণিজ্যিক
এই রূপান্তর বন্ধ হওয়া দরকার
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর