রাজধানীর আবাসিক এলাকাগুলো তাদের আবাসিক বৈশিষ্ট্যের তকমা হারাচ্ছে। ওয়ারী, ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, উত্তরা প্রতিটি আবাসিক এলাকা এখন পুরোদস্তুর বাণিজ্যিক এলাকায় রূপ নিয়েছে। বাণিজ্যিক বৈশিষ্ট্যের কারণে এসব এলাকায় প্রায় সারাক্ষণ লেগে থাকে যানজট। শব্দদূষণ মানুষের শ্রবণ শক্তি কেড়ে নেওয়ার বিপদ সৃষ্টি করছে। রাজধানীর ওয়ারী আবাসিক এলাকার শুরু সেই ব্রিটিশ আমলে। আবাসিক এলাকা হিসেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নির্মাণ করেছিল রাজধানীর উত্তরা মডেল টাউন, বনানী ও গুলশান। কিন্তু সময়ের ব্যবধানে এ আবাসিক এলাকাগুলোর অধিকাংশ এখন বাণিজ্যিক রূপ নিয়েছে। এলাকাগুলোতে বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠায় হারিয়েছে আবাসিক মর্যাদা। রাজউক নির্ধারিত নির্দিষ্ট ফির বিনিময়ে আবাসিক প্লট অতি সহজেই বাণিজ্যিক প্লটে রূপান্তর হচ্ছে। ইতোমধ্যে গুলশান বনানীর কয়েকটি সড়কের দুই পাশ বাণিজ্যিক এলাকা হিসেবে ব্যবহার হচ্ছে। বাণিজ্যিক ব্যবহারের ফলে আবাসিক এলাকাগুলো হারিয়েছে স্বকীয় রূপ। ২০০৪ সালের ২০ সেপ্টেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে রাজউকের গুলশান ও বনানী আবাসিক এলাকার শুটিং ক্লাব থেকে গুলশান ২ নম্বর চত্বর পর্যন্ত; বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-বনানী সংযোগ ব্রিজ থেকে গুলশান-বারিধারা ব্রিজ পর্যন্ত; গুলশান-মহাখালী ব্রিজ থেকে বাড্ডা লিঙ্ক রোড পর্যন্ত প্লটগুলো বাণিজ্যিক হিসেবে ব্যবহারের অনুমতি দেয়। একই সঙ্গে বনানী ১১ নম্বর রোডের উভয় পাশের প্লটগুলোকে অভিন্ন সুযোগ দেওয়া হয়। তবে এসব রোডের বাইরেও গুলশান, বনানী, বারিধারায় বিভিন্ন আবাসিক প্লটে নির্ধারিত ফি দিয়ে রাজউকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবাসিক এলাকাগুলো বাণিজ্যিক এলাকায় রূপান্তর হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী নাগরিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এ অবস্থা কোনোভাবেই কাম্য হওয়া উচিত নয়। আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষায় সরকার দৃষ্টি দেবে এমনটিও প্রত্যাশিত।
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
আবাসিক থেকে বাণিজ্যিক
এই রূপান্তর বন্ধ হওয়া দরকার
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর