শিরোনাম
শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ওয়ানডে সিরিজ জয়

টাইগারদের অভিনন্দন

ক্রিকেটের পরাশক্তি ভারতের বিরুদ্ধে ওয়ানডেতে সিরিজ জয় করেছে টাইগাররা। মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে এলো এই অবিস্মরণীয় বিজয়। তিনটি ওয়ানডে সিরিজের একটি হাতে রেখে টাইগাররা যে বিজয় অর্জন করেছে তার মহানায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে বাংলাদেশকে খাদের কিনারা থেকে জয়ের সোপানে নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন এই মেধাবী ক্রিকেটার। মেহেদী হাসান মিরাজ বয়সভিত্তিক ক্রিকেটে আলোচিত ছিলেন অলরাউন্ডার হিসেবে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তিনি তার সে পরিচয় হারিয়ে ফেলেন সবাইকে হতাশ করে। কিন্তু সফররত ভারতীয় দলের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে তিনি নিজের অলরাউন্ডার সত্তার প্রতিফলন ঘটিয়ে দলকে জিতিয়েছেন। দেশের জন্য রচনা করেছেন সিরিজ জয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস। ২০১৫ সালে মুস্তাফিজের দাপটে ভারতের বিরুদ্ধে প্রথমবারের মতো সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার মিরাজের ক্যারিশমায় আবারও জিতল সিরিজ। ২০১৬ সালের পর ঘরের মাঠে দ্বিপক্ষীয় কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। বুধবার প্রথমে ব্যাট করে টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পরও বাংলাদেশ ২৭১ রান করে। ৮ নম্বরে ব্যাট করতে নামা মেহেদী হাসান মিরাজ খেলেন ৮৩ বলে ১০০ রানের হার না মানা ইনিংস। মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ৭৭ রান। ৫০ ওভার শেষে ২৭১ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ২৬৬ রান করে ভারত। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েন সফরকারীরা। পঞ্চম উইকেট জুটিতে অক্ষর প্যাটেলকে নিয়ে শ্রেয়াস আইয়ার ১০৭ রানের জুটি গড়ে লড়াই জমিয়ে তোলেন। কিন্তু মেহেদী মিরাজ আইয়ারকে ৮২ রানে ফিরিয়ে দিলে ভারতীয় দলের ছন্দপতন ঘটে। এরপর অক্ষরও আর বেশি দূর যেতে পারেননি। ৫৬ রানে তাকে আটকে দেন ইবাদত হোসেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় ওভারে আহত হয়ে মাঠ ছাড়েন।  কিন্তু দলের বিপর্যয়ের মুখে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ২৮ বলে ৫১ রান করে নিজের জাত চিনিয়ে দেন। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। ৫ রানে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ। সিরিজ জয়ী লিটন-মিরাজ-সাকিব-মাহমুদুল্লাহ বাহিনীকে অভিনন্দন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর