বাংলাদেশ এখন ডেঙ্গুর অভয়ারণ্য। বিশ্বে এখন ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর হার আমাদের দেশেই সবচেয়ে বেশি। মশা নিধনে গাফিলতি এমন পরিণতি অনিবার্য করে তুলেছে। সোমবার দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে আটজন। দেশের ইতিহাসে ডেঙ্গুতে এক দিনে মৃত্যুর হার এটিই সর্বোচ্চ। এ নিয়ে এ বছর সাড়ে ছয় মাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৪। সোমবার দেশের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৮৯ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৩ বছরের প্রথম সাড়ে ছয় মাসে এ বছরই সর্বাধিকসংখ্যক রোগীর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর গত সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৬৭ জন রোগী। অবস্থা এমন দাঁড়িয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে একটি শয্যাও খালি নেই। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০২২ সালে সবচেয়ে বেশি ২৮১ জন রোগী মারা যায়। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। ২০২০ সালে সাতজন এবং ২০২১ সালে ১০৫ জন মারা যায়। গত বছর জুলাইয়ে এ সময় পর্যন্ত মৃত্যু হয়েছিল তিনজনের, ২০২১ সালে ১২ জন, ২০২০ সালে কারও মৃত্যু হয়নি, ২০১৯ সালে মৃত্যু হয় ৩৫ জনের। ২০১৩ সাল থেকে গত ১১ বছরে জানুয়ারি থেকে মধ্য জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এ বছর সবচেয়ে বেশি ২২ হাজার ৪৬৭। এর আগে ২০১৯ সালে সবচেয়ে বেশি ১৮ হাজার ৪৬১ রোগী আক্রান্ত হয়। ডেঙ্গু রাজধানীসহ সারা দেশের জনমনে আতঙ্ক ছড়িয়েছে। মৌসুমি জ্বরে কেউ আক্রান্ত হলেও ডেঙ্গুর ভয়ে পরীক্ষা-নিরীক্ষায় কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করতে বাধ্য হচ্ছে। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা এবং এ জন্য অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। ডেঙ্গু ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়লেও এটি এখনো পর্যন্ত নগরকেন্দ্রিক রোগ। বড় বড় নগর এবং শহরে ডেঙ্গুর থাবা বিস্তার লাভ করেছে মশা নিধনে গাফিলতির সুযোগে। এডিসের আগ্রাসন থেকে রক্ষা পেতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বড় নগরগুলোতে জোরেশোরে মশা নিধন অভিযান চালাতে হবে।
শিরোনাম
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলির ঘটনায় ১০ নেতা বহিষ্কার
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
বাড়ছে ডেঙ্গুর থাবা
হাসপাতালে ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর