বাংলাদেশ এখন ডেঙ্গুর অভয়ারণ্য। বিশ্বে এখন ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর হার আমাদের দেশেই সবচেয়ে বেশি। মশা নিধনে গাফিলতি এমন পরিণতি অনিবার্য করে তুলেছে। সোমবার দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে আটজন। দেশের ইতিহাসে ডেঙ্গুতে এক দিনে মৃত্যুর হার এটিই সর্বোচ্চ। এ নিয়ে এ বছর সাড়ে ছয় মাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৪। সোমবার দেশের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৮৯ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৩ বছরের প্রথম সাড়ে ছয় মাসে এ বছরই সর্বাধিকসংখ্যক রোগীর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর গত সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৬৭ জন রোগী। অবস্থা এমন দাঁড়িয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে একটি শয্যাও খালি নেই। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০২২ সালে সবচেয়ে বেশি ২৮১ জন রোগী মারা যায়। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। ২০২০ সালে সাতজন এবং ২০২১ সালে ১০৫ জন মারা যায়। গত বছর জুলাইয়ে এ সময় পর্যন্ত মৃত্যু হয়েছিল তিনজনের, ২০২১ সালে ১২ জন, ২০২০ সালে কারও মৃত্যু হয়নি, ২০১৯ সালে মৃত্যু হয় ৩৫ জনের। ২০১৩ সাল থেকে গত ১১ বছরে জানুয়ারি থেকে মধ্য জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এ বছর সবচেয়ে বেশি ২২ হাজার ৪৬৭। এর আগে ২০১৯ সালে সবচেয়ে বেশি ১৮ হাজার ৪৬১ রোগী আক্রান্ত হয়। ডেঙ্গু রাজধানীসহ সারা দেশের জনমনে আতঙ্ক ছড়িয়েছে। মৌসুমি জ্বরে কেউ আক্রান্ত হলেও ডেঙ্গুর ভয়ে পরীক্ষা-নিরীক্ষায় কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করতে বাধ্য হচ্ছে। ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা এবং এ জন্য অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। ডেঙ্গু ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়লেও এটি এখনো পর্যন্ত নগরকেন্দ্রিক রোগ। বড় বড় নগর এবং শহরে ডেঙ্গুর থাবা বিস্তার লাভ করেছে মশা নিধনে গাফিলতির সুযোগে। এডিসের আগ্রাসন থেকে রক্ষা পেতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বড় নগরগুলোতে জোরেশোরে মশা নিধন অভিযান চালাতে হবে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে