রোহিঙ্গারা বাংলাদেশের ওপর চেপে বসে আছে মামদো ভূতের মতো। কিছুতেই ঘাড় থেকে তাদের নামানো সম্ভব হচ্ছে না। উপদ্রব হিসেবে আবির্ভূত হওয়া রোহিঙ্গারা বাংলাদেশের মানুষের খাদ্যে ভাগ বসাচ্ছে। পরিবেশের জন্য ঘোরতর শত্রু হিসেবেও দেখা হচ্ছে বিপুল শরণার্থীর আগমন। দেশে মাদক ও অবৈধ অস্ত্রের জোগানদাতা হিসেবেও ভূমিকা পালন করছে তারা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিণত হয়েছে খুনের জনপদে। চাঁদাবাজি, ইয়াবা-অস্ত্র ব্যবসা, আধিপত্য বিস্তারসহ সাত কারণে এসব খুনোখুনি ঘটছে। গত ছয় বছরে ক্যাম্পে খুন হয়েছেন ১৯০ রোহিঙ্গা। এর মধ্যে ২০২২ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ২৪ আগস্ট পর্যন্ত এক বছরে খুন হয়েছেন ৮৫ জন। যার মধ্যে সাধারণ রোহিঙ্গার পাশাপাশি রয়েছে সন্ত্রাসী গ্রুপের সদস্য, ক্যাম্পের মাঝি, সাবমাঝি ও রোহিঙ্গা কমিউনিটি নেতা। গত বছরের শেষের দিকে রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে যোগ হয়েছে টার্গেট কিলিং। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটছে এ-জাতীয় খুন। টার্গেট কিলিংয়ে নিহতের মধ্যে রয়েছেন ১৮ রোহিঙ্গা মাঝি, ১২ জন আরসা সদস্য, একজন স্বেচ্ছাসেবী। বাকিরা সাধারণ রোহিঙ্গা। খুনের পাশাপাশি অপহরণও রোহিঙ্গা ক্যাম্পে ভয়ংকর রূপ ধারণ করেছে। গত ছয় বছরে কমপক্ষে ৬ শতাধিক অপহরণ ঘটেছে। যদিও পুলিশের খাতায় এ সংখ্যা সাড়ে তিন শ। ২০২২ সালে হত্যা, অবৈধ অস্ত্রের ব্যবহার, মাদক ব্যবসা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, মানব পাচার, পুলিশের ওপর হামলাসহ নানান অপরাধে ২ হাজার ৫৩১ রোহিঙ্গাকে গ্রেফতার করে দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। বাংলাদেশে জঙ্গিবাদের থাবা বিস্তারে দেশের মৌলবাদী সংগঠনগুলোর রোহিঙ্গা কানেকশন আশঙ্কা সৃষ্টি করেছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্মী সেনা অভিযানে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর আহ্বানে মানবিক কারণে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ। দেশের একটি পরজীবী সম্প্রদায়ের চাপও সরকারকে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। বাংলাদেশের ওপর রোহিঙ্গা বোঝা চাপিয়েই পশ্চিমা দেশগুলো তাদের দায়িত্ব সেরেছে। এদের স্বদেশ প্রত্যাবর্তনে কোনো সহায়তাই করছে না তারা। এ অকাম্য অবস্থার অবসান হওয়া উচিত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ