রোহিঙ্গারা বাংলাদেশের ওপর চেপে বসে আছে মামদো ভূতের মতো। কিছুতেই ঘাড় থেকে তাদের নামানো সম্ভব হচ্ছে না। উপদ্রব হিসেবে আবির্ভূত হওয়া রোহিঙ্গারা বাংলাদেশের মানুষের খাদ্যে ভাগ বসাচ্ছে। পরিবেশের জন্য ঘোরতর শত্রু হিসেবেও দেখা হচ্ছে বিপুল শরণার্থীর আগমন। দেশে মাদক ও অবৈধ অস্ত্রের জোগানদাতা হিসেবেও ভূমিকা পালন করছে তারা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিণত হয়েছে খুনের জনপদে। চাঁদাবাজি, ইয়াবা-অস্ত্র ব্যবসা, আধিপত্য বিস্তারসহ সাত কারণে এসব খুনোখুনি ঘটছে। গত ছয় বছরে ক্যাম্পে খুন হয়েছেন ১৯০ রোহিঙ্গা। এর মধ্যে ২০২২ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ২৪ আগস্ট পর্যন্ত এক বছরে খুন হয়েছেন ৮৫ জন। যার মধ্যে সাধারণ রোহিঙ্গার পাশাপাশি রয়েছে সন্ত্রাসী গ্রুপের সদস্য, ক্যাম্পের মাঝি, সাবমাঝি ও রোহিঙ্গা কমিউনিটি নেতা। গত বছরের শেষের দিকে রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে যোগ হয়েছে টার্গেট কিলিং। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটছে এ-জাতীয় খুন। টার্গেট কিলিংয়ে নিহতের মধ্যে রয়েছেন ১৮ রোহিঙ্গা মাঝি, ১২ জন আরসা সদস্য, একজন স্বেচ্ছাসেবী। বাকিরা সাধারণ রোহিঙ্গা। খুনের পাশাপাশি অপহরণও রোহিঙ্গা ক্যাম্পে ভয়ংকর রূপ ধারণ করেছে। গত ছয় বছরে কমপক্ষে ৬ শতাধিক অপহরণ ঘটেছে। যদিও পুলিশের খাতায় এ সংখ্যা সাড়ে তিন শ। ২০২২ সালে হত্যা, অবৈধ অস্ত্রের ব্যবহার, মাদক ব্যবসা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, মানব পাচার, পুলিশের ওপর হামলাসহ নানান অপরাধে ২ হাজার ৫৩১ রোহিঙ্গাকে গ্রেফতার করে দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। বাংলাদেশে জঙ্গিবাদের থাবা বিস্তারে দেশের মৌলবাদী সংগঠনগুলোর রোহিঙ্গা কানেকশন আশঙ্কা সৃষ্টি করেছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্মী সেনা অভিযানে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর আহ্বানে মানবিক কারণে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ। দেশের একটি পরজীবী সম্প্রদায়ের চাপও সরকারকে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। বাংলাদেশের ওপর রোহিঙ্গা বোঝা চাপিয়েই পশ্চিমা দেশগুলো তাদের দায়িত্ব সেরেছে। এদের স্বদেশ প্রত্যাবর্তনে কোনো সহায়তাই করছে না তারা। এ অকাম্য অবস্থার অবসান হওয়া উচিত।
শিরোনাম
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
- সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক
- শীতের দিনেও ব্যায়াম, যা খেয়াল রাখা জরুরি
- প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে: জামায়াত নেতা শাহাজাহান
- মুখে বলিরেখা সমস্যার প্রাকৃতিক সমাধান
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
রোহিঙ্গা উপদ্রব
ঘাড় থেকে নামাতে হবে বোঝা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর