রোহিঙ্গারা বাংলাদেশের ওপর চেপে বসে আছে মামদো ভূতের মতো। কিছুতেই ঘাড় থেকে তাদের নামানো সম্ভব হচ্ছে না। উপদ্রব হিসেবে আবির্ভূত হওয়া রোহিঙ্গারা বাংলাদেশের মানুষের খাদ্যে ভাগ বসাচ্ছে। পরিবেশের জন্য ঘোরতর শত্রু হিসেবেও দেখা হচ্ছে বিপুল শরণার্থীর আগমন। দেশে মাদক ও অবৈধ অস্ত্রের জোগানদাতা হিসেবেও ভূমিকা পালন করছে তারা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিণত হয়েছে খুনের জনপদে। চাঁদাবাজি, ইয়াবা-অস্ত্র ব্যবসা, আধিপত্য বিস্তারসহ সাত কারণে এসব খুনোখুনি ঘটছে। গত ছয় বছরে ক্যাম্পে খুন হয়েছেন ১৯০ রোহিঙ্গা। এর মধ্যে ২০২২ সালের ২৫ আগস্ট থেকে চলতি বছরের ২৪ আগস্ট পর্যন্ত এক বছরে খুন হয়েছেন ৮৫ জন। যার মধ্যে সাধারণ রোহিঙ্গার পাশাপাশি রয়েছে সন্ত্রাসী গ্রুপের সদস্য, ক্যাম্পের মাঝি, সাবমাঝি ও রোহিঙ্গা কমিউনিটি নেতা। গত বছরের শেষের দিকে রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে যোগ হয়েছে টার্গেট কিলিং। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ঘটছে এ-জাতীয় খুন। টার্গেট কিলিংয়ে নিহতের মধ্যে রয়েছেন ১৮ রোহিঙ্গা মাঝি, ১২ জন আরসা সদস্য, একজন স্বেচ্ছাসেবী। বাকিরা সাধারণ রোহিঙ্গা। খুনের পাশাপাশি অপহরণও রোহিঙ্গা ক্যাম্পে ভয়ংকর রূপ ধারণ করেছে। গত ছয় বছরে কমপক্ষে ৬ শতাধিক অপহরণ ঘটেছে। যদিও পুলিশের খাতায় এ সংখ্যা সাড়ে তিন শ। ২০২২ সালে হত্যা, অবৈধ অস্ত্রের ব্যবহার, মাদক ব্যবসা, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, মানব পাচার, পুলিশের ওপর হামলাসহ নানান অপরাধে ২ হাজার ৫৩১ রোহিঙ্গাকে গ্রেফতার করে দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো। বাংলাদেশে জঙ্গিবাদের থাবা বিস্তারে দেশের মৌলবাদী সংগঠনগুলোর রোহিঙ্গা কানেকশন আশঙ্কা সৃষ্টি করেছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্মী সেনা অভিযানে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর আহ্বানে মানবিক কারণে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ। দেশের একটি পরজীবী সম্প্রদায়ের চাপও সরকারকে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। বাংলাদেশের ওপর রোহিঙ্গা বোঝা চাপিয়েই পশ্চিমা দেশগুলো তাদের দায়িত্ব সেরেছে। এদের স্বদেশ প্রত্যাবর্তনে কোনো সহায়তাই করছে না তারা। এ অকাম্য অবস্থার অবসান হওয়া উচিত।
শিরোনাম
- ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
- রাজনীতির বিবর্তন! বানর থেকে বিজ্ঞানী
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা
- ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে গুলি, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- সহজ জয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন
- কদাকার বিষোদ্গার : ছাড় নেই সেনাবাহিনীরও
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- বাতিল হতে যাচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট
- ৪ হাজার কোটি টাকার মিল হাতিয়ে নেন পানির দরে
- হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টসের বিরুদ্ধে বিপুল কর ফাঁকির অভিযোগ
- মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
- ভারতে আঘাত হানলো ঘূর্ণিঝড় মোন্থা
- রেকর্ড ২৭১ দিন শূকরের কিডনি নিয়ে বেঁচে ছিলেন অ্যান্ড্রুজ
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
রোহিঙ্গা উপদ্রব
ঘাড় থেকে নামাতে হবে বোঝা
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর