গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে লেবাননের শিয়া হিজবুল্লাহ মিলিশিয়া এবং ইয়েমেনের শিয়া হুতি বাহিনী ছাড়া আরব বিশ্ব নীরব। তারা শুধু লঘুকণ্ঠে প্রতিবাদ জানিয়েই নিশ্চুপ। তবে গাজা আগ্রাসনের জন্য জায়নবাদীদের যে খেসারত দিতে হবে তার আলামত ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। লোহিত সাগরে ইসরায়েলি নৌযান চলাচল হুমকির মুখে পড়েছে হিজবুল্লাহ এবং হুতি হামলার ভয়ে। পুরো ভারত মহাসাগর ইসরায়েলের জন্য অনিরাপদ হয়ে ওঠার উপক্রম হচ্ছে। ভারত মহাসাগরে মালদ্বীপের কাছে ইসরায়েলি মালিকানাধীন দুটি তেল ট্যাংকারে ড্রোন হামলা সংঘটিত হয়েছে। ইরানের প্রেস টিভি অনলাইন জানিয়েছে, গত বুধ ও বৃহস্পতিবার দুটি ইসরায়েলি ট্যাংকারে অজ্ঞাত জায়গা থেকে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে জাহাজগুলোর কতটা ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না তা খবরে বলা হয়নি। জাহাজগুলো বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। কিন্তু বাব আল-মান্দেব প্রণালি থেকে ২ হাজার কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা চালানো হয়। এর আগে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালিতে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালি থেকে ২ হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলার শিকার হলো। সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ হামলার টার্গেট হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে রাসায়নিক পদার্থবাহী কার্গো জাহাজ কেম প্লুটোতে ড্রোন হামলার ঘটনা ঘটে। লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর হামলায় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা নিজেদের অনিরাপদ মনে করছে। এর ফলে সুয়েজ খাল ব্যবহার করাকে তারা অনিরাপদ মনে করছে। এ অবস্থার অবসানে গাজায় যুদ্ধ বন্ধ ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠাই হতে পারে শান্তির একমাত্র পথ।
শিরোনাম
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে
- সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- অনিশ্চয়তার ছায়ায় টালমাটাল অর্থনীতি
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’