গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে লেবাননের শিয়া হিজবুল্লাহ মিলিশিয়া এবং ইয়েমেনের শিয়া হুতি বাহিনী ছাড়া আরব বিশ্ব নীরব। তারা শুধু লঘুকণ্ঠে প্রতিবাদ জানিয়েই নিশ্চুপ। তবে গাজা আগ্রাসনের জন্য জায়নবাদীদের যে খেসারত দিতে হবে তার আলামত ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। লোহিত সাগরে ইসরায়েলি নৌযান চলাচল হুমকির মুখে পড়েছে হিজবুল্লাহ এবং হুতি হামলার ভয়ে। পুরো ভারত মহাসাগর ইসরায়েলের জন্য অনিরাপদ হয়ে ওঠার উপক্রম হচ্ছে। ভারত মহাসাগরে মালদ্বীপের কাছে ইসরায়েলি মালিকানাধীন দুটি তেল ট্যাংকারে ড্রোন হামলা সংঘটিত হয়েছে। ইরানের প্রেস টিভি অনলাইন জানিয়েছে, গত বুধ ও বৃহস্পতিবার দুটি ইসরায়েলি ট্যাংকারে অজ্ঞাত জায়গা থেকে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে জাহাজগুলোর কতটা ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না তা খবরে বলা হয়নি। জাহাজগুলো বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। কিন্তু বাব আল-মান্দেব প্রণালি থেকে ২ হাজার কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা চালানো হয়। এর আগে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালিতে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালি থেকে ২ হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলার শিকার হলো। সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ হামলার টার্গেট হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে রাসায়নিক পদার্থবাহী কার্গো জাহাজ কেম প্লুটোতে ড্রোন হামলার ঘটনা ঘটে। লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর হামলায় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা নিজেদের অনিরাপদ মনে করছে। এর ফলে সুয়েজ খাল ব্যবহার করাকে তারা অনিরাপদ মনে করছে। এ অবস্থার অবসানে গাজায় যুদ্ধ বন্ধ ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠাই হতে পারে শান্তির একমাত্র পথ।
শিরোনাম
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
গাজায় বর্বরতা
ইসরায়েলের জন্য অশনিসংকেত
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর