গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে লেবাননের শিয়া হিজবুল্লাহ মিলিশিয়া এবং ইয়েমেনের শিয়া হুতি বাহিনী ছাড়া আরব বিশ্ব নীরব। তারা শুধু লঘুকণ্ঠে প্রতিবাদ জানিয়েই নিশ্চুপ। তবে গাজা আগ্রাসনের জন্য জায়নবাদীদের যে খেসারত দিতে হবে তার আলামত ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। লোহিত সাগরে ইসরায়েলি নৌযান চলাচল হুমকির মুখে পড়েছে হিজবুল্লাহ এবং হুতি হামলার ভয়ে। পুরো ভারত মহাসাগর ইসরায়েলের জন্য অনিরাপদ হয়ে ওঠার উপক্রম হচ্ছে। ভারত মহাসাগরে মালদ্বীপের কাছে ইসরায়েলি মালিকানাধীন দুটি তেল ট্যাংকারে ড্রোন হামলা সংঘটিত হয়েছে। ইরানের প্রেস টিভি অনলাইন জানিয়েছে, গত বুধ ও বৃহস্পতিবার দুটি ইসরায়েলি ট্যাংকারে অজ্ঞাত জায়গা থেকে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে জাহাজগুলোর কতটা ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না তা খবরে বলা হয়নি। জাহাজগুলো বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। কিন্তু বাব আল-মান্দেব প্রণালি থেকে ২ হাজার কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা চালানো হয়। এর আগে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালিতে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালি থেকে ২ হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলার শিকার হলো। সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ হামলার টার্গেট হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে রাসায়নিক পদার্থবাহী কার্গো জাহাজ কেম প্লুটোতে ড্রোন হামলার ঘটনা ঘটে। লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর হামলায় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা নিজেদের অনিরাপদ মনে করছে। এর ফলে সুয়েজ খাল ব্যবহার করাকে তারা অনিরাপদ মনে করছে। এ অবস্থার অবসানে গাজায় যুদ্ধ বন্ধ ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠাই হতে পারে শান্তির একমাত্র পথ।
শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
গাজায় বর্বরতা
ইসরায়েলের জন্য অশনিসংকেত
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর