গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে লেবাননের শিয়া হিজবুল্লাহ মিলিশিয়া এবং ইয়েমেনের শিয়া হুতি বাহিনী ছাড়া আরব বিশ্ব নীরব। তারা শুধু লঘুকণ্ঠে প্রতিবাদ জানিয়েই নিশ্চুপ। তবে গাজা আগ্রাসনের জন্য জায়নবাদীদের যে খেসারত দিতে হবে তার আলামত ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। লোহিত সাগরে ইসরায়েলি নৌযান চলাচল হুমকির মুখে পড়েছে হিজবুল্লাহ এবং হুতি হামলার ভয়ে। পুরো ভারত মহাসাগর ইসরায়েলের জন্য অনিরাপদ হয়ে ওঠার উপক্রম হচ্ছে। ভারত মহাসাগরে মালদ্বীপের কাছে ইসরায়েলি মালিকানাধীন দুটি তেল ট্যাংকারে ড্রোন হামলা সংঘটিত হয়েছে। ইরানের প্রেস টিভি অনলাইন জানিয়েছে, গত বুধ ও বৃহস্পতিবার দুটি ইসরায়েলি ট্যাংকারে অজ্ঞাত জায়গা থেকে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে জাহাজগুলোর কতটা ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না তা খবরে বলা হয়নি। জাহাজগুলো বাব আল-মান্দেব এবং লোহিত সাগর হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। কিন্তু বাব আল-মান্দেব প্রণালি থেকে ২ হাজার কিলোমিটার দূরে থাকতেই জাহাজ দুটির ওপর হামলা চালানো হয়। এর আগে ইয়েমেনের হুতি যোদ্ধারা লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালিতে ইসরায়েলি জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছিল। কিন্তু ধারণাতীতভাবে দুটি জাহাজ বাব আল-মান্দেব প্রণালি থেকে ২ হাজার কিলোমিটার দূরে থাকা অবস্থায় হামলার শিকার হলো। সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ হামলার টার্গেট হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে রাসায়নিক পদার্থবাহী কার্গো জাহাজ কেম প্লুটোতে ড্রোন হামলার ঘটনা ঘটে। লোহিত সাগর ও সংলগ্ন এলাকায় ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর হামলায় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা নিজেদের অনিরাপদ মনে করছে। এর ফলে সুয়েজ খাল ব্যবহার করাকে তারা অনিরাপদ মনে করছে। এ অবস্থার অবসানে গাজায় যুদ্ধ বন্ধ ও ন্যায্য শান্তি প্রতিষ্ঠাই হতে পারে শান্তির একমাত্র পথ।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত