রাজধানী ঢাকা এখন বিশ্বের শীর্ষ বায়ুদূষণ নগরীগুলোর একটি। ঢাকার এই দুর্ভোগের পেছনে ইন্ধন জোগাচ্ছে লক্কড়ঝক্কড় মার্কা বাস। একসময় সিএনজি গ্যাসে চলত এসব বাস। ডিজেলের দাম বৃদ্ধির পর ভাড়া বাড়াতে বাসগুলো রাতারাতি ডিজেলচালিত যানবাহনে রূপান্তরিত হয়। ফিটনেসহীন এসব বাস কালো ধোঁয়ায় রাস্তা অন্ধকার করলেও তা দেখার কেউ নেই। রাজধানীতে অবাধে চলছে ভাঙাচোরা, লক্কড়ঝক্কড় বাসের দৌরাত্ম্য। কোনোটির রং চটা, কোনোটির ছাল ওঠা। কোনোটির জানালার গ্লাস ভাঙা, লাইটও নেই, কোনোটির আবার নেই দরজা। কিছু বাসের আসনগুলোর অবস্থা করুণ। বাসের ভাঙা সিটে অনেক সময় যাত্রীদের জামাকাপড় ছিঁড়ে গিয়ে লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হয়। অনেক বাসের ভিতরে প্রস্রাবের দুর্গন্ধ পাওয়া যায়, সিটে বাসা বেঁধেছে ছারপোকা। ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ এসব যানবাহনে চলাচল যেমন বিপজ্জনক তেমনি নগরীর সৌন্দর্যহানিও ঘটছে। বিশৃঙ্খলভাবে চলাচল বাস চালকদের অভ্যাস হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। সরকারের নীতিমালা না থাকায় সুযোগ নিচ্ছেন বাস মালিকরা। দুই দশক আগেও রাজধানী ঢাকায় রুট অনুযায়ী গণপরিবহনের জন্য সুনির্দিষ্ট রং নির্ধারণ করত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। কোনো বাসের রং উঠে গেলে সেটি চলাচলের অনুপযোগী হিসেবে বিবেচনা হতো। বর্তমানে রাজধানীর ২৯১টি রুটে চলাচলকারী ৪০ হাজার বাসের অধিকাংশই রংচটা অবস্থায় চলছে। বাংলাদেশ একসময় ছিল বিশ্বের শীর্ষ দারিদ্র্যপীড়িত দেশ। কালের বিবর্তনে সে লজ্জা কাটিয়ে দেশ মধ্যআয়ের কাতারে উঠেছে। কিন্তু রাজধানীর গণপরিবহনের ক্ষেত্রে লক্কড়ঝক্কড়ের লজ্জা দিন দিন বাড়ছে। এসব দেখার দায়িত্ব যাদের তারা বাস মালিকদের একান্ত অনুগতের ভূমিকা পালন করেন মাসোহারার মোহে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। রাজধানীর বেশির ভাগ বাসে চলাচল করা সুস্থ এবং সভ্য মানুষের জন্য কঠিন হয়ে পড়ছে। এ লজ্জার অবসান হওয়া উচিত।
শিরোনাম
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ