রাজধানী ঢাকা এখন বিশ্বের শীর্ষ বায়ুদূষণ নগরীগুলোর একটি। ঢাকার এই দুর্ভোগের পেছনে ইন্ধন জোগাচ্ছে লক্কড়ঝক্কড় মার্কা বাস। একসময় সিএনজি গ্যাসে চলত এসব বাস। ডিজেলের দাম বৃদ্ধির পর ভাড়া বাড়াতে বাসগুলো রাতারাতি ডিজেলচালিত যানবাহনে রূপান্তরিত হয়। ফিটনেসহীন এসব বাস কালো ধোঁয়ায় রাস্তা অন্ধকার করলেও তা দেখার কেউ নেই। রাজধানীতে অবাধে চলছে ভাঙাচোরা, লক্কড়ঝক্কড় বাসের দৌরাত্ম্য। কোনোটির রং চটা, কোনোটির ছাল ওঠা। কোনোটির জানালার গ্লাস ভাঙা, লাইটও নেই, কোনোটির আবার নেই দরজা। কিছু বাসের আসনগুলোর অবস্থা করুণ। বাসের ভাঙা সিটে অনেক সময় যাত্রীদের জামাকাপড় ছিঁড়ে গিয়ে লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হয়। অনেক বাসের ভিতরে প্রস্রাবের দুর্গন্ধ পাওয়া যায়, সিটে বাসা বেঁধেছে ছারপোকা। ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ এসব যানবাহনে চলাচল যেমন বিপজ্জনক তেমনি নগরীর সৌন্দর্যহানিও ঘটছে। বিশৃঙ্খলভাবে চলাচল বাস চালকদের অভ্যাস হওয়ায় সৃষ্টি হচ্ছে যানজট। সরকারের নীতিমালা না থাকায় সুযোগ নিচ্ছেন বাস মালিকরা। দুই দশক আগেও রাজধানী ঢাকায় রুট অনুযায়ী গণপরিবহনের জন্য সুনির্দিষ্ট রং নির্ধারণ করত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। কোনো বাসের রং উঠে গেলে সেটি চলাচলের অনুপযোগী হিসেবে বিবেচনা হতো। বর্তমানে রাজধানীর ২৯১টি রুটে চলাচলকারী ৪০ হাজার বাসের অধিকাংশই রংচটা অবস্থায় চলছে। বাংলাদেশ একসময় ছিল বিশ্বের শীর্ষ দারিদ্র্যপীড়িত দেশ। কালের বিবর্তনে সে লজ্জা কাটিয়ে দেশ মধ্যআয়ের কাতারে উঠেছে। কিন্তু রাজধানীর গণপরিবহনের ক্ষেত্রে লক্কড়ঝক্কড়ের লজ্জা দিন দিন বাড়ছে। এসব দেখার দায়িত্ব যাদের তারা বাস মালিকদের একান্ত অনুগতের ভূমিকা পালন করেন মাসোহারার মোহে। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ যাত্রীদের। রাজধানীর বেশির ভাগ বাসে চলাচল করা সুস্থ এবং সভ্য মানুষের জন্য কঠিন হয়ে পড়ছে। এ লজ্জার অবসান হওয়া উচিত।
শিরোনাম
- বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
- শুল্কের হুমকি দিয়ে আট যুদ্ধের পাঁচটিই থামিয়েছি: ট্রাম্প
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
লক্কড়ঝক্কড় বাস
এ লজ্জার অবসান হওয়া উচিত
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর