বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে প্রত্যেকে স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করেন। স্বতঃস্ফূর্তভাবে মানুষের মুখে মুখে ফেরে এক মহৎ বাক্যবন্ধ ‘ধর্ম যার যার, দেশ সবার’। হাজার বছর ধরে এ ভূখন্ডে লালিত হয়েছে এমন উদার মানসিকতা। যুগ যুগ ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ নিয়ে গড়ে উঠেছে আমাদের সুমহান সংস্কৃতি। সব ধর্মের মৌলিক অধিকার রক্ষায় রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একসঙ্গে কাজ করছে। মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার। শারদীয় দুর্গোৎসব সামনে রেখে সম্প্রীতি রক্ষার অভিন্ন অভিব্যক্তি প্রকাশ করেছেন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের শীর্ষ ব্যক্তিরা। জুলাই বিপ্লবের পর কদিন সুযোগসন্ধানী দুর্বৃত্তরা অরাজকতা সৃষ্টি করতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালিয়েছিল। তখন সচেতন ছাত্র-জনতা পাহারা বসিয়ে উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থেকেছে। রাজনৈতিক দুর্বৃত্তদের দুরভিসন্ধি বুক পেতে প্রতিরক্ষাব্যূহ রচনা করে প্রতিহত করেছে। রাজনৈতিক দলের প্রতি স্তরে সংবিধিবদ্ধ সতর্কীকরণের মতো অসাম্প্রদায়িক মানসিকতা থাকা জরুরি। ধর্মীয় কারণে কোথাও কারও ওপর হামলা হলে, উপাসনালয়ে আঘাত এলে, দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের স্পর্শকাতর কর্মপন্থায় ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার মতামত গ্রহণের চর্চা থাকা প্রয়োজন। এতে সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধি পাবে, যা সবার কামনা। জুলাই বিপ্লবে, ছাত্র-জনতার আন্দোলনে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, সেখানে বিভিন্ন মঞ্চে, সমাবেশে বারবার উচ্চারিত হয়েছে ‘দেশটা কারও বাপের না’। আসলেই দেশটা সবার, এখানে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়। কেউ উড়ে এসে জুড়ে বসেনি; সবাই এ দেশের সন্তান। সব নাগরিকের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কর্তব্য। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অতি সন্নিকট। সমন্বিত প্রচেষ্টা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় বরাবরের মতোই দুর্গোৎসবের এ বর্ণাঢ্য উদযাপন যথাযথ ধর্মীয় মর্যাদায় নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে নিঃসন্দেহে।
শিরোনাম
- বিএসএফের পুশইন ব্যর্থ: ১৭ ঘণ্টা পর ৫৭ ভারতীয়কে ফিরিয়ে নিল ভারত
- নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, বন্দরে ৩ নম্বর সংকেত
- ঘুমন্ত শিশুকে ধর্ষণের দায়ে কদমতলীতে একজনের যাবজ্জীবন
- নিঝুমদ্বীপে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা
- বাংলাদেশের শান্তিসেনাদের অভিবাদন
- ইশরাকের শপথ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন : আপিল বিভাগ
- ফিলিস্তিনিদের ত্রাণ নিতেও দিচ্ছে না ইসরায়েল, ১০ জনকে হত্যা
- নগরভবনের সামনে আজও ইশরাক সমর্থকদের অবস্থান
- বাংলাদেশের শান্তিসেনাদের অভিবাদন
- বৈরী আবহাওয়ায় বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ
- হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ
- পাঞ্জাবের অনেক বাসিন্দাই অন্য দলকে সমর্থন করে : অর্শদীপ
- উপদেষ্টা বলেছেন আমাকে ‘কন্টিনিউ’ করাতে চান না: ফারুক আহমেদ
- সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে কাজ করছি
- বৈরী আবহাওয়া: বরিশাল থেকে ছোট লঞ্চ চলাচল বন্ধ
- ঢাকাসহ ৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
- তিন বিভাগেই ব্যর্থ দল
- সচিবালয়ে কর্মচারীদের এক ঘণ্টার কর্মবিরতি
- বাংলাদেশ ব্যাংকে ‘আয়নাবাজি’: ১২ বছর পর ধরা নকল ‘আনসারী’
- ম্যারাডোনার ‘হত্যা মামলা’ থেকে সরে দাঁড়ালেন বিচারক!
সাম্প্রদায়িক সম্প্রীতি
এ বৈশিষ্ট্য আরও বিকশিত হোক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর