যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট অভিযান। এ অভিযানে রবিবার দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মেট্রোপলিটন এলাকাগুলো থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৭৪ জনকে। জেলা পর্যায়ের পুলিশের দ্বারা আটক হয়েছে ১ হাজার ৩৪ জন। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ধরতেই চালানো হচ্ছে এই অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ভাষ্য এ অভিযান পরিচালনা করছে পুলিশ। সেনাবাহিনী তাদের সহযোগিতা করছে। ছয় মাস আগে সংঘটিত গণ অভ্যুত্থানের সময় পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু স্থানে থানা পোড়ানো হয়। পুলিশ বাহিনী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। যে কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়োগ করা হয়। গত শনিবার থেকে এই অভিযান শুরু হলেও ‘ডেভিল’ শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চালাবে সরকার। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ‘ডেভিল হান্ট’ অপারেশনের আওতায় গ্রেপ্তার করা হবে। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে রবিবার বিকাল পর্যন্ত ৮২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ৪২ জনকে এবং গাজীপুর জেলা পুলিশ ৪০ জনকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগ, যুবলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। ডেভিল হান্ট অপারেশনের জন্য রাজশাহীতে টহল জোরদার করেছে যৌথ বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তবে বিকাল পর্যন্ত কাউকে আটক করা হয়নি। গাইবান্ধা, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় আটক হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। অপারেশন ডেভিল হান্টের কারণে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর তৎপরতা রোধ করা সম্ভব হবে। বিশেষ করে এ অভিযান শুরুর পর সামাজিক প্রচারমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফ সাফ বলে দেওয়া হয়েছে, তারা অতীতের মতো যা ইচ্ছা তা-ই করবে না। আইনগতভাবেই সবকিছু করা হবে। দেশকে অস্থিতিশীল করার সঙ্গে যারা জড়িত, তাদের পরিচয় যা-ই হোক আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
চলছে অভিযান
সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হচ্ছে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর