যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট অভিযান। এ অভিযানে রবিবার দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মেট্রোপলিটন এলাকাগুলো থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৭৪ জনকে। জেলা পর্যায়ের পুলিশের দ্বারা আটক হয়েছে ১ হাজার ৩৪ জন। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ধরতেই চালানো হচ্ছে এই অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ভাষ্য এ অভিযান পরিচালনা করছে পুলিশ। সেনাবাহিনী তাদের সহযোগিতা করছে। ছয় মাস আগে সংঘটিত গণ অভ্যুত্থানের সময় পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু স্থানে থানা পোড়ানো হয়। পুলিশ বাহিনী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। যে কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়োগ করা হয়। গত শনিবার থেকে এই অভিযান শুরু হলেও ‘ডেভিল’ শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চালাবে সরকার। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ‘ডেভিল হান্ট’ অপারেশনের আওতায় গ্রেপ্তার করা হবে। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে রবিবার বিকাল পর্যন্ত ৮২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ৪২ জনকে এবং গাজীপুর জেলা পুলিশ ৪০ জনকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগ, যুবলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। ডেভিল হান্ট অপারেশনের জন্য রাজশাহীতে টহল জোরদার করেছে যৌথ বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তবে বিকাল পর্যন্ত কাউকে আটক করা হয়নি। গাইবান্ধা, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় আটক হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। অপারেশন ডেভিল হান্টের কারণে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর তৎপরতা রোধ করা সম্ভব হবে। বিশেষ করে এ অভিযান শুরুর পর সামাজিক প্রচারমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফ সাফ বলে দেওয়া হয়েছে, তারা অতীতের মতো যা ইচ্ছা তা-ই করবে না। আইনগতভাবেই সবকিছু করা হবে। দেশকে অস্থিতিশীল করার সঙ্গে যারা জড়িত, তাদের পরিচয় যা-ই হোক আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না।
শিরোনাম
- ধর্ম অবমাননা কাঠামোগত ইসলামবিদ্বেষের ফল
- ভালো নির্বাচনের পথে যত বাধা
- যেভাবে মিলবে একীভূত পাঁচ ব্যাংকের আমানত
- লাখো মানুষের হাতে মশাল, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তাল উত্তরাঞ্চল
- চাকসুতে বিজয়ীদের সংবর্ধনা দিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক
- বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন
- এআই দিয়ে কিভাবে দ্রুত ও প্রফেশনালি সিভি বানাবেন
- জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন হানিয়া আমির
- বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
- আরও ৩০ ফিলিস্তিনির নিথর দেহ ফেরত দিল ইসরায়েল
- কপিল শর্মার ক্যাফেতে ফের গুলিবর্ষণ, নিশানায় ‘সালমানের শত্রু’ গ্যাং
- ইসরায়েলি হামলায় হুথির সামরিক প্রধান নিহত
- বসুন্ধরা কমিউনিটি পার্ক উদ্বোধন
- শতাব্দীর সেরা ডিভোর্সে ১ বিলিয়ন ডলার থেকে মুক্তি পেলেন দ. কোরিয়ার ধনকুবের
- জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সাইকেল র্যালি
- নিয়ন্ত্রণে আসেনি সিইপিজেডের আগুন, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারখানার ভবন
- ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালস্ কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
- ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের
চলছে অভিযান
সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হচ্ছে
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর