যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট অভিযান। এ অভিযানে রবিবার দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মেট্রোপলিটন এলাকাগুলো থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৭৪ জনকে। জেলা পর্যায়ের পুলিশের দ্বারা আটক হয়েছে ১ হাজার ৩৪ জন। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ধরতেই চালানো হচ্ছে এই অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ভাষ্য এ অভিযান পরিচালনা করছে পুলিশ। সেনাবাহিনী তাদের সহযোগিতা করছে। ছয় মাস আগে সংঘটিত গণ অভ্যুত্থানের সময় পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু স্থানে থানা পোড়ানো হয়। পুলিশ বাহিনী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। যে কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়োগ করা হয়। গত শনিবার থেকে এই অভিযান শুরু হলেও ‘ডেভিল’ শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চালাবে সরকার। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ‘ডেভিল হান্ট’ অপারেশনের আওতায় গ্রেপ্তার করা হবে। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে রবিবার বিকাল পর্যন্ত ৮২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ৪২ জনকে এবং গাজীপুর জেলা পুলিশ ৪০ জনকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগ, যুবলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। ডেভিল হান্ট অপারেশনের জন্য রাজশাহীতে টহল জোরদার করেছে যৌথ বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তবে বিকাল পর্যন্ত কাউকে আটক করা হয়নি। গাইবান্ধা, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় আটক হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। অপারেশন ডেভিল হান্টের কারণে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর তৎপরতা রোধ করা সম্ভব হবে। বিশেষ করে এ অভিযান শুরুর পর সামাজিক প্রচারমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফ সাফ বলে দেওয়া হয়েছে, তারা অতীতের মতো যা ইচ্ছা তা-ই করবে না। আইনগতভাবেই সবকিছু করা হবে। দেশকে অস্থিতিশীল করার সঙ্গে যারা জড়িত, তাদের পরিচয় যা-ই হোক আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
চলছে অভিযান
সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হচ্ছে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর