যৌথ বাহিনীর সমন্বয়ে সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট অভিযান। এ অভিযানে রবিবার দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মেট্রোপলিটন এলাকাগুলো থেকে গ্রেপ্তার করা হয়েছে ২৭৪ জনকে। জেলা পর্যায়ের পুলিশের দ্বারা আটক হয়েছে ১ হাজার ৩৪ জন। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ধরতেই চালানো হচ্ছে এই অভিযান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ভাষ্য এ অভিযান পরিচালনা করছে পুলিশ। সেনাবাহিনী তাদের সহযোগিতা করছে। ছয় মাস আগে সংঘটিত গণ অভ্যুত্থানের সময় পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বহু স্থানে থানা পোড়ানো হয়। পুলিশ বাহিনী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। যে কারণে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী নিয়োগ করা হয়। গত শনিবার থেকে এই অভিযান শুরু হলেও ‘ডেভিল’ শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চালাবে সরকার। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের ‘ডেভিল হান্ট’ অপারেশনের আওতায় গ্রেপ্তার করা হবে। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে রবিবার বিকাল পর্যন্ত ৮২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ৪২ জনকে এবং গাজীপুর জেলা পুলিশ ৪০ জনকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের বেশির ভাগই আওয়ামী লীগ, যুবলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। ডেভিল হান্ট অপারেশনের জন্য রাজশাহীতে টহল জোরদার করেছে যৌথ বাহিনী। মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। তবে বিকাল পর্যন্ত কাউকে আটক করা হয়নি। গাইবান্ধা, কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় আটক হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। অপারেশন ডেভিল হান্টের কারণে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর তৎপরতা রোধ করা সম্ভব হবে। বিশেষ করে এ অভিযান শুরুর পর সামাজিক প্রচারমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফ সাফ বলে দেওয়া হয়েছে, তারা অতীতের মতো যা ইচ্ছা তা-ই করবে না। আইনগতভাবেই সবকিছু করা হবে। দেশকে অস্থিতিশীল করার সঙ্গে যারা জড়িত, তাদের পরিচয় যা-ই হোক আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কাউকেই ছাড় দেওয়া হবে না।
শিরোনাম
- অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাদারীপুর গণপূর্ত বিভাগে দুদকের অভিযান
- নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন
- ইতালি যাওয়ার স্বপ্নে লিবিয়ায় দালালের প্রতারণায় মাদারীপুরের যুবকের মৃত্যু
- গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ
- হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ভারতীয় গবেষক আটক
- গাজায় গণহত্যা বন্ধে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জামায়াত আমিরের
- এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
- বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ শুরু ২৫ মার্চ
- বগুড়ায় বোনকে ধর্ষণের অভিযোগে ভাই গ্রেফতার
- বাজেট হবে ব্যবসা বান্ধব : অর্থ উপদেষ্টা
- মিথ্যা তথ্য দিয়ে ডব্লিউএইচওতে চাকরি, পুতুলের বিরুদ্ধে মামলা
- যুগ্ম সচিব পদে ১৯৬ কর্মকর্তার পদোন্নতি
- দেশব্যাপী খুন-ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন
- কুতুবদিয়ায় বিএসটিআই’র অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা
- ঈশ্বরদীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- নরসিংদীতে গৃহবধূ ধর্ষণ ও হত্যার হুমকিদাতা রাকিব গ্রেপ্তার
- ছাত্র-জনতার উপর হামলা: সাবেক পৌর মেয়রসহ ২ জন কারাগারে
- কবরস্থানের মাটি নিয়ে দ্বন্দ্ব, ঘুষিতে আ. লীগ নেতার মৃত্যু
- ইসি সিদ্ধান্ত নিলে সব পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল : আনোয়ারুল ইসলাম
- ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ফেনীতে হেফাজতের বিক্ষোভ
চলছে অভিযান
সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হচ্ছে
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর