যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণা ছিল হঠাকারী, অবিবেচনাপ্রসূত। যেমন তিনি বরাবরই বিভিন্ন ক্ষেত্রে বলে ও করে থাকেন। ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাণিজ্যে তোলপাড় শুরু হয়েছিল। রূপ নিতে যাচ্ছিল বাণিজ্যযুদ্ধের। আশার বিষয় যে দ্রুতই চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এতে অনেকটাই আপাত স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিকারকসহ গোটা বিশ্বের বাণিজ্য অঙ্গনে। এর পেছনে তিনটি কারণ রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, মার্কিন জনগণের তীব্র ক্ষোভ, ব্যবসায়ী ও মিত্রদের চাপ এবং বিভিন্ন দেশের পাল্টা পদক্ষেপে শুল্ক প্রশ্নে থমকে যেতে বাধ্য হয়েছেন ট্রাম্প। তাঁর দলের বড় বড় নেতারাই তাঁকে সিদ্ধান্ত বদলের জন্য চাপ দিচ্ছিলেন। পাশাপাশি এর ফলে জীবনমান হুমকির মুখে পড়বে বলে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেন সাধারণ মার্কিনিরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নতুন শুল্কহার কার্যকরের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি পাঠিয়েছিলেন। বলা যায়, তাঁর অনুরোধ রেখেছেন ট্রাম্প। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট উল্লেখ করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ড. মুহাম্মদ ইউনূস লিখেছেন, ‘আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার বিষয়ে আমরা যে অনুরোধ করেছিলাম, তাতে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার বাণিজ্য এজেন্ডার সমর্থনে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব।’ তবে স্থায়ীভাবে শুল্ক প্রত্যাহারে জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ ক্ষেত্রে যৌক্তিকতা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এ ছাড়া এই সাময়িক স্থগিতাদেশ রপ্তানিকারকদের জন্য কিছুটা স্বস্তিদায়ক হবে। কারণ, এতে অর্ডার বাতিল বা স্থগিত হওয়ার আশঙ্কা আপাতত কমবে। ব্যবসায়িক ও সরকারি পর্যায়ে কৌশলগত প্রস্তুতি গ্রহণের কিছু সময়ও পাওয়া গেল, যা ভবিষ্যতে সম্ভাব্য শুল্ক চাপ মোকাবিলায় সহায়ক হতে পারে। ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্তের আগেই স্থায়ীভাবে শুল্ক-সমস্যার যৌক্তিক সমাধানে পৌঁছানো প্রয়োজন। এটাই আশা দেশের রপ্তানিকারকসহ ব্যবসায়ী সমাজের।
শিরোনাম
- বগুড়ার শেরপুরে ৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
- সরাইলে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
- পুতিনের সঙ্গে যে তিন দেশে বৈঠক করতে চান জেলেনস্কি
- ‘পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম’
- বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : মির্জা ফখরুল
- সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রবিবার : ইসি সানাউল্লাহ
- শ্রেণিকক্ষে চড় মারায় শিক্ষককে গুলি ছাত্রের!
- ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের
- সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচল প্লটের দলিল হস্তান্তর
- বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি
- ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি ঘোষণা জবির আন্দোলনকারীদের
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির সিএসই প্রোগ্রামের পরিদর্শন ইউজিসি’র
- তিন দফা দাবিতে দক্ষিণবঙ্গ অচলের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের
- মাদারীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- গৌরনদীতে খালে গোসলে গিয়ে গৃহবধুর মৃত্যু
- খানসামায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখায় ফার্মেসিকে জরিমানা
- ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়া ইরানের
- আইসিসির চার কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- অফিসিয়াল পাসপোর্টে ভিসা ছাড়াই পাকিস্তান সফর করা যাবে : প্রেস সচিব
- জামিন পেলেন ইমরান খান, মুক্তির বিষয়ে যা জানা গেল