মব জাস্টিস মানে জনতার বিচার। ‘নিজের হাতে আইন তুলে নেওয়া উচ্ছৃঙ্খল জনতার বিচার’ বললেও ভুল হবে না। ভুল হবে না- যদি বলা হয়, একদল বিশৃঙ্খল মানুষের আইন ভেঙে চরম অনিয়মের অবিচার। এমন সন্ত্রাস বা সহিংসতার অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি। পরিতাপের বিষয়, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর, দলবদ্ধভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আইন নিজেদের হাতে তুলে নেওয়ার ঘটনা বেড়েছে। এসব ঘটনা ঘিরে সামাজিক মাধ্যমসহ গণমাধ্যমে ‘মব জাস্টিস’ শব্দবন্ধ ব্যাপকভাবে চর্চিত হয়। দুর্ভাগ্য যে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের বছরপূর্তির পর এখনো এ অন্যায় ঘটছে এবং তা নিয়ে কথা হচ্ছে সব মহলে। স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার তাঁর মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনো চলছে। আমরা চেষ্টা করছি কমিয়ে আনার।’ কী অসহায় স্বীকারোক্তি! বিষয়টা গভীরভাবে বিশ্লেষণ দাবি করে। উচ্ছৃঙ্খল জনতা কাউকে পিটিয়ে মারবে, কারও বাড়িঘর-প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করবে, সমাজে সদর্পে নাশকতা-সন্ত্রাস চালাবে- এটা কোনো সভ্য সমাজে চলতে পারে না। আইয়ামে জাহেলিয়ার যুগেও এমন বর্বরতা ছিল কিনা সন্দেহ। এই সুযোগটাই নিচ্ছে মতলবী মহল। ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থ হাসিলে কোনো না কোনো হুজুগ তুলে, ট্যাগ লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার অপতৎপরতা চালাচ্ছে দুর্বৃত্তরা। সুযোগসন্ধানী রাজনৈতিক পান্ডারা। এদের কঠোর হাতে দমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দায়িত্ব। প্রতিরোধে ভূমিকা রাখা সমাজের প্রতিটি মানুষের নৈতিক কর্তব্য। অথচ পুলিশ এখনো যথাযথ দৃঢ়তায় দাঁড়াতে পারেনি। নানা ঘটনা-দুর্ঘটনায় তাদের অনভিপ্রেত অসহায়ত্ব ফুটে উঠছে। প্রয়োজনে খোলনলচে বদলে একে ঢেলে সাজানো হোক। জনগণও ঝুঁকি নিয়ে এগোতে চায় না। ‘বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে’ যাওয়ার মানুষ নেই। সমাজ ও প্রশাসনের এমন গা-ছাড়াভাব চলতে পারে না। সাধারণ বা নির্দোষ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়- নিশ্চিত করতে হবে সরকারকে। এ ক্ষেত্রে অক্ষমতাকে বড় ব্যর্থতা বলে চিহ্নিত করে জনগণ। সে ব্যর্থতা মেনেও নেয় না। এটা সরকারের অগ্রগণ্য বিবেচনায় রাখা উচিত।
শিরোনাম
- চাকসু নির্বাচন: ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্রশিবিরের জয়
- ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা
- ১ ও ২ টাকার কয়েন নিয়ে নতুন যে নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক
- চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
- পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত: ইসলামাবাদ
- আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
- সশস্ত্র ডাকাতির দায়ে ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেলেন ১১১ প্রধান শিক্ষক
- চলতি মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা
- জুলাই সনদে স্বাক্ষর করব, তবে ‘নোট অব ডিসেন্ট’ উল্লেখ থাকতে হবে
- রেলওয়ের ১৮ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
- আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবে সিরিয়ার প্রেসিডেন্ট
- হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন হাসিনা, তা প্রমাণিত : চিফ প্রসিকিউটর
- ওডেসার মেয়রের নাগরিকত্ব কেড়ে নিলেন জেলেনস্কি
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা
- ‘আমরা আশাবাদী আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে’
- রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান সিরিয়ার নতুন প্রেসিডেন্ট
- এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন
- সাবেক পুলিশ কমিশনার সাইফুলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
এখনো মব জাস্টিস
উচ্ছৃঙ্খল জনতার দুর্বৃত্তায়ন বন্ধ করুন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর