ইরান-ইসরায়েল যুদ্ধ বিশ্ববাসীর জন্য দুর্ভোগ বয়ে আনতে পারে, এমন আলামত স্পষ্ট হয়ে পড়ছে। ইরান ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে। তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নগরীতে ইসরায়েলি হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে, তা এক কথায় অপূরণীয়। তবে পাল্টা হামলায় ইরানও বুঝিয়ে দিয়েছে জায়নবাদীদের দুঃসাহসের বদলা নিতে তারা বদ্ধপরিকর। এ যুদ্ধ অব্যাহত থাকলে তার নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশও। বিশেষ করে জ্বালানির দাম বাড়লে এবং রেমিট্যান্স প্রবাহ কমলে হাহাকারের মুখে পড়বে দেশের অর্থনীতি। ইরানের বন্দর ও জ্বালানি অবকাঠামোতে হামলার ফলে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে জ্বালানি খাতে। প্রথমত জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, দ্বিতীয়ত মূল্যবৃদ্ধির আশঙ্কা। বিশ্ববাজারে এরই মধ্যে তেল-গ্যাসের দাম বাড়তির দিকে; এর ফলে দেশেও জ্বালানির দাম বাড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এটি দেশের উৎপাদনমুখী শিল্প খাতকে সবচেয়ে বেশি চাপে ফেলবে। এ ছাড়া জাহাজে পণ্য পরিবহনে ব্যয় বাড়ার কারণে শিল্পের কাঁচামালসহ নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কর্মরত। যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়তে পারে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ জ্বালানি পণ্য পরিবাহিত হয়। এটি যদি সাময়িক সময়ের জন্যও বন্ধ হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম দ্রুতগতিতে বেড়ে যেতে পারে। এমনিতেই বাংলাদেশের অর্থনীতি নাজুক সময় অতিক্রম করেছে প্রায় এক বছর ধরে। ইরান-ইসরায়েল যুদ্ধ ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিতে পারে। জ্বালানির দাম আরও বাড়লে তা মূল্যস্ফীতি বাড়াতে ইন্ধন জোগাবে। গরিব মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। হরমুজ প্রণালি বন্ধ হলে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। যা পরিস্থিতি ভয়াবহ করে তুলবে। একমাত্র শুভবুদ্ধিই এই সংকট থেকে পরিত্রাণ দিতে পারে। এ ব্যাপারে জাতিসংঘসহ বিশ্ববাসীকে সক্রিয় হতে হবে।
শিরোনাম
- পাকিস্তান শাহিনসের কাছে বড় ব্যবধানে হারলো বাংলাদেশ ‘এ’ দল
- ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২, অপুষ্টিতে আরো ৪ মৃত্যু
- অ্যাম্বুলেন্স আটকে রাখলো চালক সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু
- আজ ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- 'প্রিজন সেলে অবহেলায় আল্লামা সাঈদীর মৃত্যু হয়'
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা, কষ্ট বেড়েছে মানুষের
- লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর সারুলিয়া থেকে উদ্ধার
- জামিনে কারামুক্ত শমী কায়সার
- ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু
- ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
- জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
- ভারত, আওয়ামী লীগ, জামায়াত— দেশের মূল শত্রু: মুক্তিযোদ্ধা দল
- নতুন বিশেষ ভিসা চালু করছে চীন
- মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের
- ঝিলমিল প্রকল্পে ১৫ গাড়ি চালকের নামে বরাদ্দকৃত প্লট বাতিল
- আগস্টের ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
- কুয়েতে ভেজাল মদ পানে মৃত বেড়ে ১৩
- মনির হায়দারের নিয়োগের মেয়াদ ছয় মাস বাড়ল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল ৫০ শতাংশ
- শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়