ইরান-ইসরায়েল যুদ্ধ বিশ্ববাসীর জন্য দুর্ভোগ বয়ে আনতে পারে, এমন আলামত স্পষ্ট হয়ে পড়ছে। ইরান ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে। তেহরানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নগরীতে ইসরায়েলি হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে, তা এক কথায় অপূরণীয়। তবে পাল্টা হামলায় ইরানও বুঝিয়ে দিয়েছে জায়নবাদীদের দুঃসাহসের বদলা নিতে তারা বদ্ধপরিকর। এ যুদ্ধ অব্যাহত থাকলে তার নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশও। বিশেষ করে জ্বালানির দাম বাড়লে এবং রেমিট্যান্স প্রবাহ কমলে হাহাকারের মুখে পড়বে দেশের অর্থনীতি। ইরানের বন্দর ও জ্বালানি অবকাঠামোতে হামলার ফলে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে জ্বালানি খাতে। প্রথমত জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা, দ্বিতীয়ত মূল্যবৃদ্ধির আশঙ্কা। বিশ্ববাজারে এরই মধ্যে তেল-গ্যাসের দাম বাড়তির দিকে; এর ফলে দেশেও জ্বালানির দাম বাড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এটি দেশের উৎপাদনমুখী শিল্প খাতকে সবচেয়ে বেশি চাপে ফেলবে। এ ছাড়া জাহাজে পণ্য পরিবহনে ব্যয় বাড়ার কারণে শিল্পের কাঁচামালসহ নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিক কর্মরত। যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়তে পারে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ জ্বালানি পণ্য পরিবাহিত হয়। এটি যদি সাময়িক সময়ের জন্যও বন্ধ হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম দ্রুতগতিতে বেড়ে যেতে পারে। এমনিতেই বাংলাদেশের অর্থনীতি নাজুক সময় অতিক্রম করেছে প্রায় এক বছর ধরে। ইরান-ইসরায়েল যুদ্ধ ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিতে পারে। জ্বালানির দাম আরও বাড়লে তা মূল্যস্ফীতি বাড়াতে ইন্ধন জোগাবে। গরিব মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। হরমুজ প্রণালি বন্ধ হলে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স। যা পরিস্থিতি ভয়াবহ করে তুলবে। একমাত্র শুভবুদ্ধিই এই সংকট থেকে পরিত্রাণ দিতে পারে। এ ব্যাপারে জাতিসংঘসহ বিশ্ববাসীকে সক্রিয় হতে হবে।
শিরোনাম
- পাথর মেরে বর্বরোচিত হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ
- বাগেরহাটে তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
- তিতাসে গলাকাটা লাশের পরিচয় মিলেছে
- রাজবাড়ীর পদ্মাপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি
- বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি বেবিচক’র
- কক্সবাজার আ. লীগ অফিস এখন পৌর স্বাস্থ্যকেন্দ্র
- ধুনটে পুলিশকে কুপিয়ে হ্যান্ডকাপসহ পালানো সেই আসামি গ্রেপ্তার
- ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
- কিছু দল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা নিতে তৎপর : প্রিন্স
- বগুড়ায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক পরামর্শ সভা
- ছাত্রদল শহীদ পরিবারের পাশে সন্তানের মতো থাকবে : রাকিব
- হবিগঞ্জে ১৩৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা
- চুয়েটে ছাত্রদলের কমিটিতে থাকা নয় শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১
- মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিল বাংলাদেশ
- অতিরিক্ত সচিবসহ তিনজন ওএসডি
- রংপুরে বেড়েছে চালের দাম
- টাঙ্গাইলে ১৫শ’ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা
- টাঙ্গাইলে এসইএফ-এর উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
- নির্বাচনের প্রস্তুতি নিতে বলার পরই সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু : ফারুক
ইরান-ইসরায়েল যুদ্ধ
সংকটে পড়তে পারে বাংলাদেশও
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর