ঢাকাসহ সারা দেশের বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে। এক মাসের মধ্যে যে হারে পণ্যমূল্য বেড়েছে, তা অস্বাভাবিক ও ভোক্তাদের জন্য অস্বস্তিকর। কদিন আগে যেসব সবজির কেজি ২০ থেকে ৮০ টাকার মধ্যে ছিল, এখন তা শুরুই হচ্ছে ৭০ টাকা থেকে। এর নিচে কোনো সবজি নেই রাজধানীর বাজারে। মফস্বলে হয়তো কিছু হেরফের হতে পারে। মাছ-মুরগি-ডিমের দামও ঊর্ধ্বমুখী। ঈদের পর সেই যে চালের দাম বাড়ে, তা-ও কমার লক্ষণ নেই। হুট করে বেড়েছে পিঁয়াজের দামও। চাপ পড়ছে সর্বসাধারণের প্রাত্যহিক জীবনযাত্রায়। বিত্তহীন, নিম্নবিত্ত, শ্রমজীবী মানুষ দিনযাপনে দুঃসহ দুর্ভোগ পোহাচ্ছে। কিন্তু কেন এই হিমশিম খাওয়া অবস্থা? বিক্রেতাদের ভাষ্য- বাজারে সবজির সরবরাহ কম। টানা বৃষ্টিতে অনেক পিঁয়াজ নষ্ট হয়েছে। দ্রুত দাম কমার আশা দেখছেন না তারা। তবে ডিম ও মুরগির বিক্রেতারা বলেছেন, সরবরাহ বাড়লে দাম কিছু কমতে পারে। স্বীকার করতে হবে, প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষতি, বৃষ্টি-বন্যায় সরবরাহ বিঘ্নিত হলে বাজারে সাময়িক সংকট এবং মূল্যবৃদ্ধি হতেই পারে। কিন্তু এ যুক্তিতে আশ্বস্ত হয়ে হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না। ভোক্তাদের স্বার্থরক্ষাকারী কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব পালনের প্রকৃত প্রেক্ষাপট তো এটাই। বাজার সিন্ডিকেট ফের গা-ঝাড়া দিয়ে উঠতে চলেছে কি না, তলিয়ে দেখতে হবে। অযৌক্তিক অজুহাতে জনগণের পকেট কাটতে কুচক্রী মহলের কলকাঠি নাড়া শুরু হয়েছে কি না, খতিয়ে দেখতে হবে সেটাও। গত ঈদ-কোরবানির সময়ও দেশের বাজার অনেকটাই সহনীয় ছিল। বলা চলে, দেড় দশকে ঈদে-চাঁদে এমন বাজার দেখা যায়নি। স্বস্তি প্রকাশ করে সব শ্রেণিপেশার মানুষ। কারণ তখন বাণিজ্য মন্ত্রণায়ের সংশ্লিষ্ট সব বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর তদারকি জারি রাখে। ভোক্তার দুই-একজন কর্মকর্তা কঠোর, বলিষ্ঠ ও আপসহীন দায়িত্বপালনের জন্য জাতীয় পর্যায়ে প্রশংসিত হন। প্রশ্ন জাগে, সেই তৎপরতা কি গতি হারিয়েছে? নাকি তারা অপচক্রের কাছে রণক্লান্ত সৈনিকের মতো অসহায় আত্মসমর্পণ করেছেন? এটা কাম্য নয়। কিশোর কবি সুকান্তর অমর পঙ্ক্তি উদ্ধৃত করে বলি ‘যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।’ দেশের বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে এ ব্রতই নিতে হবে। যৌক্তিকতা ও ন্যায্যতার ভিত্তিতে শেষ পর্যন্ত লড়ে যেতে হবে ভোক্তার পক্ষে।
শিরোনাম
- তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান আর নেই
- যে কারণে ৬০ হাজার মানচিত্র জব্দ করল চীন
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮
- আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
- গোপন প্রতিরক্ষা নথি কাছে রাখায় যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত গ্রেফতার
- বগুড়ার শেরপুরে নবাগত ইউএনও মনজুরুল আলমের যোগদান
- ফুলবাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- ভারতে চিকিৎসা নিতে এসে কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু
- নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি
- চার্লি কার্কের সমালোচনা করায় ছয় বিদেশির মার্কিন ভিসা বাতিল
- ১৪ বিলিয়ন ডলারের বিটকয়েন জব্দ করলো যুক্তরাষ্ট্র
- ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে তিনজনের কারাদণ্ড
- মিরপুরে রাসায়নিকের গোডাউন থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে : ফায়ার সার্ভিস
- রাকসুতে যতজন ভোটার তত ব্যালট, কেন্দ্রে তিন স্তরে ভোটারদের যাচাই
- শার্শায় ভ্যানচালক ‘হত্যার’ প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন
- মিরপুরে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটি গঠন, আর্থিক সহায়তার ঘোষণা
- ‘জনবহুল এলাকা থেকে কেমিক্যাল গোডাউনগুলো উৎখাত করা দরকার’
- আগামী ১০ কর্মদিবসের মধ্যে পাস হচ্ছে জকসু সংবিধি
- রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত কিছু কর্মকর্তার আচরণ প্রশ্নবোধক : ডা. জাহিদ
- হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ফয়জুর রিমান্ডে