ঢাকাসহ সারা দেশের বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে। এক মাসের মধ্যে যে হারে পণ্যমূল্য বেড়েছে, তা অস্বাভাবিক ও ভোক্তাদের জন্য অস্বস্তিকর। কদিন আগে যেসব সবজির কেজি ২০ থেকে ৮০ টাকার মধ্যে ছিল, এখন তা শুরুই হচ্ছে ৭০ টাকা থেকে। এর নিচে কোনো সবজি নেই রাজধানীর বাজারে। মফস্বলে হয়তো কিছু হেরফের হতে পারে। মাছ-মুরগি-ডিমের দামও ঊর্ধ্বমুখী। ঈদের পর সেই যে চালের দাম বাড়ে, তা-ও কমার লক্ষণ নেই। হুট করে বেড়েছে পিঁয়াজের দামও। চাপ পড়ছে সর্বসাধারণের প্রাত্যহিক জীবনযাত্রায়। বিত্তহীন, নিম্নবিত্ত, শ্রমজীবী মানুষ দিনযাপনে দুঃসহ দুর্ভোগ পোহাচ্ছে। কিন্তু কেন এই হিমশিম খাওয়া অবস্থা? বিক্রেতাদের ভাষ্য- বাজারে সবজির সরবরাহ কম। টানা বৃষ্টিতে অনেক পিঁয়াজ নষ্ট হয়েছে। দ্রুত দাম কমার আশা দেখছেন না তারা। তবে ডিম ও মুরগির বিক্রেতারা বলেছেন, সরবরাহ বাড়লে দাম কিছু কমতে পারে। স্বীকার করতে হবে, প্রাকৃতিক বিপর্যয়ে ফসলের ক্ষতি, বৃষ্টি-বন্যায় সরবরাহ বিঘ্নিত হলে বাজারে সাময়িক সংকট এবং মূল্যবৃদ্ধি হতেই পারে। কিন্তু এ যুক্তিতে আশ্বস্ত হয়ে হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না। ভোক্তাদের স্বার্থরক্ষাকারী কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব পালনের প্রকৃত প্রেক্ষাপট তো এটাই। বাজার সিন্ডিকেট ফের গা-ঝাড়া দিয়ে উঠতে চলেছে কি না, তলিয়ে দেখতে হবে। অযৌক্তিক অজুহাতে জনগণের পকেট কাটতে কুচক্রী মহলের কলকাঠি নাড়া শুরু হয়েছে কি না, খতিয়ে দেখতে হবে সেটাও। গত ঈদ-কোরবানির সময়ও দেশের বাজার অনেকটাই সহনীয় ছিল। বলা চলে, দেড় দশকে ঈদে-চাঁদে এমন বাজার দেখা যায়নি। স্বস্তি প্রকাশ করে সব শ্রেণিপেশার মানুষ। কারণ তখন বাণিজ্য মন্ত্রণায়ের সংশ্লিষ্ট সব বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর তদারকি জারি রাখে। ভোক্তার দুই-একজন কর্মকর্তা কঠোর, বলিষ্ঠ ও আপসহীন দায়িত্বপালনের জন্য জাতীয় পর্যায়ে প্রশংসিত হন। প্রশ্ন জাগে, সেই তৎপরতা কি গতি হারিয়েছে? নাকি তারা অপচক্রের কাছে রণক্লান্ত সৈনিকের মতো অসহায় আত্মসমর্পণ করেছেন? এটা কাম্য নয়। কিশোর কবি সুকান্তর অমর পঙ্ক্তি উদ্ধৃত করে বলি ‘যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।’ দেশের বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে এ ব্রতই নিতে হবে। যৌক্তিকতা ও ন্যায্যতার ভিত্তিতে শেষ পর্যন্ত লড়ে যেতে হবে ভোক্তার পক্ষে।
শিরোনাম
- নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে খাদ্য নিরাপত্তাহীনতা, কষ্ট বেড়েছে মানুষের
- লুট হওয়া ৪০ হাজার ঘনফুট পাথর সারুলিয়া থেকে উদ্ধার
- জামিনে কারামুক্ত শমী কায়সার
- ডিএমপির সব থানায় অনলাইন জিডি চালু
- ঢাবিতে ছাত্র রাজনীতির সমন্বিত রূপরেখা প্রণয়নে কমিটি গঠন
- জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
- ভারত, আওয়ামী লীগ, জামায়াত— দেশের মূল শত্রু: মুক্তিযোদ্ধা দল
- নতুন বিশেষ ভিসা চালু করছে চীন
- মুন্নী সাহা ও তার স্বামীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ দুদকের
- ঝিলমিল প্রকল্পে ১৫ গাড়ি চালকের নামে বরাদ্দকৃত প্লট বাতিল
- আগস্টের ১৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৮.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে
- কুয়েতে ভেজাল মদ পানে মৃত বেড়ে ১৩
- মনির হায়দারের নিয়োগের মেয়াদ ছয় মাস বাড়ল
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা বাড়ল ৫০ শতাংশ
- শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- নীল নদ থেকে ফোরাত : আরব বিশ্বের জন্য হুমকি নেতানিয়াহুর যে সম্প্রসারণবাদী স্বপ্ন
- বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলেনিয়া ট্রাম্পের
- বিদ্যুৎ ও গ্যাস সংকট পোশাক খাতের বড় চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি
- নতুন ক্ষেপণাস্ত্র বাহিনী গঠন করছে পাকিস্তান
- ট্রাম্প-পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্কের হুমকি আমেরিকার