ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সব অপকর্মের সহযোগী হিসেবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রের ওপর পরিচালিত মার্কিন হামলায় সেগুলো পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়েছে। ভূগর্ভের নিচের পারমাণবিক কেন্দ্রে ধ্বংসযজ্ঞ চালানো সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে বাংকার বাস্টার বোমা থাকার কারণে। পারমাণবিক সক্ষমতা নষ্টের জন্য হামলা চালানো হলেও সেদিক থেকে ইরান কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র যে তিন স্থাপনায় হামলা করেছে সেগুলোতে কোনো পারমাণবিক সরঞ্জাম ছিল না। তা আগেই সরিয়ে ফেলা হয়। ফলে মার্কিন হামলায় কোনো তেজস্ক্রিয়তার ঘটনা ঘটেনি। হামলার ব্যাপারে তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা ‘অ্যাটমিক এনার্জি অরগানাইজেশন অব ইরান’ বলেছে, এ হামলা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন হামলার পর পাল্টা হুংকার এসেছে ইরানের দিক থেকেও। ইরান পাল্টা জবাবে ওই অঞ্চলের মার্কিন সামরিক স্থাপনাকে টার্গেট করতে পারে। ইরান আগেই সতর্ক করেছিল, যে কোনো মার্কিন হামলা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়াবে এবং ইরান এর উচিত জবাব দেবে। মার্কিন হামলার পর ইসরায়েল তার নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে। সারা দেশে জননিরাপত্তা বিধিনিষেধ কঠোর করা হয়েছে। নতুন বিধিনিষেধের মধ্যে ‘শিক্ষা কার্যক্রম, জমায়েত এবং কর্মস্থলে যাওয়া’ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যা ইরানে মার্কিন হামলার পরপরই কার্যকর হয়েছে। ইরানের ওপর মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালি বন্ধের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত অনুমোদন করেছে সে দেশের মন্ত্রিসভা। পারস্য উপসাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করা এ প্রণালি দিয়ে বিশ্বের ৩০ শতাংশ জ্বালানি তেল পরিবহন হয়। ইরানের ওপর মার্কিন হামলার পরও সে দেশের পারমাণবিক সামর্থ্য অটুট থাকায় তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বিপদ হয়ে দেখা দিতে পারে। ইরান কোনোভাবে ইউরেনিয়ামের উন্নয়ন করে পারমাণবিক বোমা তৈরি করলে তা ইসরায়েলসহ মিত্র দেশগুলোর জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে সক্ষম হবে। এ বিপদ এড়াতে যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ সমাধানে বিশ্ব সমাজকে সক্রিয় হতে হবে।
শিরোনাম
- নুরাল পাগলের মরদেহ পোড়ানোর মামলায় গ্রেফতার আরও ১
- আশা করি পরের ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে: ক্রীড়া উপদেষ্টা
- কুষ্টিয়ার চরসাদিপুরকে পাবনার সঙ্গে সংযুক্ত না করার দাবিতে মানববন্ধন
- রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
- বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অনুশীলন মহড়া শুরু
- চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা
- নেপালে সরকার পতনের পর হঠাৎ কেন আলোচনায় বলিউডের এই অভিনেত্রী
- এশিয়া কাপে মুখোমুখি ভারত–পাকিস্তান, মাঠে কোন একাদশ?
- পাবনা-১ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়ায় হরতাল-অবরোধ
- যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব পেল গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স
- পাকিস্তানকে হারাতে ভারতের ‘বি’ দলই যথেষ্ট: অতুল ওয়াসান
- আজ জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকছেন প্রধান উপদেষ্টা
- বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: রিজভী
- দেশে কর্মসংস্থান সংকট মহামারী আকার ধারণ করছে : হোসেন জিল্লুর
- সেবাগ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ অর্থ উপদেষ্টার
- পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে ভাই গুলিবিদ্ধ, বোনকে ছুরিকাঘাত
- যাবজ্জীবন সাজার মেয়াদ কমানোর উদ্যোগ সরকারের
- মেগা সিরিয়াল খুশবুতে আইটেম গানে সামিরা খান মাহি
- মেহেরপুরে ফসলি জমির পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন
- রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে হামলা চালাল ইউক্রেন
ইরানে হামলা
পারমাণবিক-ঝুঁকিতে খোদ যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন
