শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা বা পরিচালনায় শিক্ষা পূর্বশর্ত হওয়ার কথা নয়। সেখানে শিক্ষাব্রত, সদিচ্ছা, সততা-নিষ্ঠা ও নিঃস্বার্থ সাধনাই হওয়া উচিত মূল বিবেচ্চ। অতীতে যুগ যুগ ধরে তেমনটাই হয়ে এসেছে। কিন্তু সাম্প্রতিক কালের তিক্ত অভিজ্ঞতা এ নিয়ে পৃথক ভাবনার প্রেক্ষাপট তৈরি করেছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তাদের সাধুবাদ। রবিবার জারি করা এক গেজেটে বলা হয়েছে, বেসরকারি কলেজগুলোর পরিচালন পর্ষদের সভাপতি হতে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আর বেসরকারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক। এ ছাড়া একই ব্যক্তি টানা দুবারের বেশি কোনো বেসরকারি স্কুল-কলেজ কমিটির সভাপতি হতে পারবেন না। কোনো ব্যক্তি একই সময়ে তিনটির অধিক বেসরকারি প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনও করতে পারবেন না। সভাপতি মনোনয়নের ক্ষেত্রে ৯টি শিক্ষা বোর্ডের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির বিদ্যমান প্রবিধানমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সংশোধিত প্রবিধানমালায় প্রতিষ্ঠানপ্রধানদের বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে, নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত সরকারি কর্তকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের অধ্যাপক ও সহযোগী অধ্যাপক, সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, এমবিবিএস, প্রকৌশল, কৃষিসহ যে কোনো কারিগরি বিষয়ে নবম গ্রেডের নিচে নয় এমন কর্মকর্তা বা পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত কর্মকর্তার নাম সভাপতি পদে মনোনয়নের জন্য শিক্ষা বোর্ডে পাঠানোর বিধান সংযোজন করা হয়েছে। কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি এবং বিদ্যোৎসাহী সদস্য থাকবেন। সদস্যসচিব থাকবেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার পাশাপাশি এগুলোতে নিয়োগ দুর্নীতিমুক্ত এবং পাঠ-পরিবেশ উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে আশা করি।
শিরোনাম
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- ছাত্ররাই যুগে যুগে দেশকে রাহুমুক্ত করেছে: টুকু
- নির্বাচনী আইন ও বিধি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি
- স্থানীয় স্তরে সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের আহ্বান
- ভিয়েতনামে বন্যায় ১০ জনের প্রাণহানি
পরিচালনা পর্ষদ
সভাপতিকে হতে হবে স্নাতক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর