১. ঠক চাচা, মতিলাল, বাঞ্ছারাম কোন উপন্যাসের চরিত্র?
উত্তর : আলালের ঘরের দুলাল।
২. ভ্রমর, রোহিনী ও গোবিন্দলাল কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?
উত্তর : কৃষ্ণকান্তের উইল।
৩. আয়েশা ও তিলোত্তমা কোন গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দুর্গেশ নন্দিনী’ উপন্যাসের।
৪. ‘কুন্দনন্দিনী’ কোন উপন্যাসের চরিত্র?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’-এ।
৫. ‘কপালকুণ্ডলা’ উপন্যাসের নায়কের নাম কী?
উত্তর : নবকুমার।
৬. রবীন্দ্রনাথের কোন কোন গল্পের মুসলমান চরিত্র রয়েছে?
উত্তর: ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা ও কাবুলিওয়ালা।
৭. রবীন্দ্রনাথের ‘পোস্ট মাস্টার’ গল্পের প্রধান চরিত্র কোনটি?
উত্তর : রতন।
৮. ‘নন্দিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের প্রধান চরিত্র?
উত্তর: রক্তকরবী।
৯. ‘চোখের বালি’ উপন্যাসের প্রধান দু’টি চরিত্রের নাম কী?
উত্তর: মহেন্দ্র ও বিনোদিনী।
১০. বাংলা সাহিত্যে দেবযানী ও কচ চরিত্রের সৃষ্টিকর্তা কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
১১. ‘শর্মিলা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা?
উত্তর : দুই বোন।
১২. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি?
উত্তর: শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাসের ইন্দ্রনাথ।
১. বেইলী রোডের নতুন নাম কী?
উত্তর : নাটক সরণি
২. পশ্চিমা বাহিনী নদী কোনটি?
উত্তর :বিল ডাকাতিয়া
৩. বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের—
উত্তর : ২০০২র্৪-২৬০৩র্৮
৪. জাতীয় টিকাদান কর্মসূচি শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৮৫
৫. ইংরেজরা কোথায় তাদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে?
উত্তর : পিপিলাই গ্রামে
৬. সর্বভারতীয় জাতীয় কংগ্রেস’র প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তর : উমেশ চন্দ্র ব্যানার্জী
৭. বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি?
উত্তর : গারো পাহাড়
৮. বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম কত সালে?
উত্তর : ১৯৪৯ সালের ২৩ জুন
৯. ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : সোনিয়া গান্ধী।