নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আদমজীনগর লেকপাড় এলাকায় ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৬) নামে কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সংবাদ পেয়ে নিহতের বাবাসহ স্বজনরা তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের বাবা মাহমুদ আল শামীম বলেন, তাদের একটি ওয়ার্কসপ রয়েছে। পায়েল আমার সাথে সেখানে কাজ করতো। আজ আমি বাসায় ছিলাম। ছেলে বাসা থেকে বিকালে বের হয়েছিল। পরে সন্ধ্যার দিকে সংবাদ পাই কে বা কাহারা তাকে লেক পাড় এলাকায় ছুরিকাহত করে ফেলে রেখে গেছে।
তিনি আরও জানান, সেখান থেকে লোকজন তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে হাসপাতাল গিয়ে তাকে গুরুতর অবস্থায় পাই। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। তবে কে বা কাহারা কি কারনে তাকে ছুরিকাঘাত করেছে, তৎক্ষণিক জানতে পারেননি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ