ভারতের নারী ক্রিকেটে ঘটেছে অভিযুক্ত সতীর্থের বিরুদ্ধে প্রতারণার বিস্ফোরক অভিযোগের ঘটনা। ভারতের জাতীয় দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা অভিযোগ তুলেছেন তাঁরই এক সাবেক সতীর্থ আরুশি গোয়েলের বিরুদ্ধে। অভিযোগ—আরুশি তাঁর কাছ থেকে প্রায় ২৫ লাখ রুপি নিয়ে প্রতারণা করেছেন এবং বাড়ি ভেঙে টাকা ও গয়না চুরি করেছেন।
দীপ্তির ভাই সুমিত শর্মা উত্তরপ্রদেশের সদর থানায় এফআইআর দায়ের করেন। এতে উল্লেখ করা হয়েছে—দীপ্তি ও আরুশির মধ্যে বন্ধুত্ব হয়েছিল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। পরে আরুশি ও তাঁর পরিবার পারিবারিক সমস্যা ও আর্থিক সংকটের অজুহাতে একাধিকবার টাকা চেয়েছেন।
সুমিত বলেন, “গত দুই বছরে আমার বোন আরুশিকে প্রায় ২৫ লাখ রুপি দিয়েছে। টাকা ফেরত চাইলে আরুশি তা দিতে অস্বীকৃতি জানায়।”
সহকারী পুলিশ কমিশনার (এসিপি) সুকন্যা শর্মা জানিয়েছেন, অভিযোগপত্র যাচাই করে প্রাথমিক সত্যতা মিলেছে। এফআইআর-এ ভারতীয় দণ্ডবিধির (BNS) একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে:
- ধারা ৩০৫এ: চুরির অভিযোগ
- ধারা ৩৩৩ (৩): ঘর ভাঙার অভিযোগ
- ধারা ৩১৬ (২): বিশ্বাসভঙ্গ
- ধারা ৩৫২: শান্তি-শৃঙ্খলা ভঙ্গ
বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনে ব্যস্ত দীপ্তি। সামনে রয়েছে ইংল্যান্ড সফরের সীমিত ওভারের সিরিজ। দীপ্তির ভাই সুমিত বলেন, “ঘটনাটি দীপ্তিকে মানসিকভাবে প্রচণ্ডভাবে আঘাত করেছে। সে এখনো প্রশিক্ষণ নিচ্ছে, তবে এটি তার প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।”
দীপ্তির ক্যারিয়ার ও পরিচয়
- ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দীপ্তির।
- গত ১১ বছরে ভারতের হয়ে খেলেছেন:
- ৫টি টেস্ট
- ১০৬টি ওয়ানডে
- ১২৪টি টি-টোয়েন্টি ম্যাচ
- উত্তরপ্রদেশ রাজ্য পুলিশের ডিএসপি (সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট) হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
বিডি প্রতিদিন/আশিক