রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে কোনো মানবিক করিডোর দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। শুক্রবার বিকেল ৫টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় এক মাদকবিরোধী গণসমাবেশ ও মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
‘করছি দৃঢ় অঙ্গীকার, মাদক নির্মূল হবেই এবার’ এই স্লোগানে আয়োজিত সমাবেশে ড. রিপন জানান, নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে তিনি কাজ করতে চান এবং জাতীয় সংসদে মুন্সীগঞ্জ-২ আসনে প্রতিনিধিত্বের আগ্রহও প্রকাশ করেন।
লৌহজং উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন নসুর সভাপতিত্বে এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর খানসহ অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল