বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাধারণ জ্ঞান

১. নিচের কোন বানান গুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? : নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব ২. বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’ এর প্রবর্তক কে? : সেলিম আল দীন ৩. ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী? : একযোগে ৪. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে? : মধুর রস ৫. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী? : Buddhist Mystic Songs.. ৬. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে? : চন্দ্রকুমার দে ৭. ‘চর্যাচর্যবিনিশ্চয়ু-এর অর্থ কী? : কোনটি আচরণীয়, আর কোনটি নয়  ৮. ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা? : নাথধর্ম ৯. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত : রামপ্রসাদ সেন

১০. ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে? : হুমায়ুন আজাদ ১১. ‘Custom, শব্দের পরিভাষা কোনটি যথার্থ?: প্রথা ১২. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়ুকে স্মরণ করেছেন কেন? : প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে ১৩. ‘প্রদীপ নিবিয়া গেল! এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? : বঙ্কিমচন্দ্রের ‘কপালকুন্ডলা’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর