এফডিসির প্রশাসনিক ভবনের প্রবেশ দ্বারের দেয়ালে একটি স্মৃতিফলক আছে। ‘নয়ন সম্মুখে তুমি নাই’ শিরোনামের এই ফলকটি এফডিসি প্রশাসন স্থাপন করে প্রয়াত চলচ্চিত্রকারদের স্মৃতির প্রতি সম্মান জানানোর লক্ষ্যে। যারা প্রয়াত হন তাদের জন্ম ও মৃত্যুর তারিখ এতে লেখা হয়। নিঃসন্দেহে এফডিসি কর্তৃপক্ষের মহত্ উদ্যোগ এটি। তবে দীর্ঘদিন ধরে এই মহত্ কাজটি থেমে আছে। ২০০২ সালে প্রখ্যাত অভিনেত্রী রওশন জামিলের মৃত্যুর পর এতে আর কারও নাম ঠাঁই পায়নি। কিন্তু কেন? কোনো সদুত্তর দিতে পারছে না কর্তৃপক্ষ। এ নিয়ে চলচ্চিত্রকারদের মধ্যেও রয়েছে ক্ষোভ। প্রখ্যাত চিত্র পরিচালক ও পরিচালক সমিতির সাবেক কর্মকর্তা আজিজুর রহমান বলেন, এটি যখন মেনটেইন করা যাচ্ছে না তখন তা রেখে কী লাভ। সরিয়ে নিলেই হয়। ২০০২ সালের পর থেকে অসংখ্য চলচ্চিত্রকারের মৃত্যু ঘটেছে। কেন তাদের নাম লিপিবদ্ধ করা হয়নি এতে। এটি কি কর্তৃপক্ষের অবহেলা নাকি উদাসীনতা? চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান বলেন, চলচ্চিত্রকারদের প্রতি সম্মান জানাতেই যখন এই স্মৃতিফলক টাঙানো হয়েছে তখন এ পর্যন্ত যারা মারা গেছেন সবার নাম এতে থাকা স্বাভাবিক। কিন্তু তা করা হয়নি। মানে বাকিদের প্রতি অসম্মান জানানোর মতোই কাজ হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে এফডিসি প্রশাসনের নানা অব্যবস্থাপনা ও উদাসীনতার চিত্রই ফুটে উঠেছে। বর্তমান এমডি এফডিসির উন্নয়নসহ সব বিষয়ে সচেতন। তাই আশা করব বিষয়টির প্রতি নজর দেবেন তিনি। প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ বিষয়ে চলচ্চিত্রকারদের দায়িত্ব রয়েছে। কেউ মারা গেলে তার জন্ম আর মৃত্যু তারিখ এনে প্রশাসনে জমা দেবেন এবং প্রশাসন নাম লেখার দায়িত্ব নেবে। আসলে চলচ্চিত্রকাররা নিজেরাই নিজেদের ব্যাপারে উদাসীন। কোনো চলচ্চিত্রকার মারা গেলে সব শিল্পী বা নির্মাতাকে জানাজায় পর্যন্ত উপস্থিত হতে দেখা যায় না। তাই ফলকে নাম লিপিবদ্ধ করার ব্যাপারে তারা উদ্যোগ নেবেন কীভাবে? স্মৃতিফলকে ১২.৯.১৯৭০ সালে মারা যাওয়া অভিনেতা কাজী খালেক থেকে শুরু করে ১৪. ৫. ২০০২ সালে প্রয়াত অভিনেত্রী রওশন জামিল পর্যন্ত মোট ১৬ জনের নাম লিপিবদ্ধ আছে। তারপর থমকে গেছে। চলচ্চিত্রকারদের প্রশ্ন, তাহলে কি এরপর আর কোনো চলচ্চিত্রকার মারা যাননি?
শিরোনাম
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
এফডিসিতে কেন এই স্মৃতিফলক
২০০২-এর পর থেকে লেখা হয়নি আর কোনো প্রয়াতের নাম
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর