এফডিসির প্রশাসনিক ভবনের প্রবেশ দ্বারের দেয়ালে একটি স্মৃতিফলক আছে। ‘নয়ন সম্মুখে তুমি নাই’ শিরোনামের এই ফলকটি এফডিসি প্রশাসন স্থাপন করে প্রয়াত চলচ্চিত্রকারদের স্মৃতির প্রতি সম্মান জানানোর লক্ষ্যে। যারা প্রয়াত হন তাদের জন্ম ও মৃত্যুর তারিখ এতে লেখা হয়। নিঃসন্দেহে এফডিসি কর্তৃপক্ষের মহত্ উদ্যোগ এটি। তবে দীর্ঘদিন ধরে এই মহত্ কাজটি থেমে আছে। ২০০২ সালে প্রখ্যাত অভিনেত্রী রওশন জামিলের মৃত্যুর পর এতে আর কারও নাম ঠাঁই পায়নি। কিন্তু কেন? কোনো সদুত্তর দিতে পারছে না কর্তৃপক্ষ। এ নিয়ে চলচ্চিত্রকারদের মধ্যেও রয়েছে ক্ষোভ। প্রখ্যাত চিত্র পরিচালক ও পরিচালক সমিতির সাবেক কর্মকর্তা আজিজুর রহমান বলেন, এটি যখন মেনটেইন করা যাচ্ছে না তখন তা রেখে কী লাভ। সরিয়ে নিলেই হয়। ২০০২ সালের পর থেকে অসংখ্য চলচ্চিত্রকারের মৃত্যু ঘটেছে। কেন তাদের নাম লিপিবদ্ধ করা হয়নি এতে। এটি কি কর্তৃপক্ষের অবহেলা নাকি উদাসীনতা? চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান বলেন, চলচ্চিত্রকারদের প্রতি সম্মান জানাতেই যখন এই স্মৃতিফলক টাঙানো হয়েছে তখন এ পর্যন্ত যারা মারা গেছেন সবার নাম এতে থাকা স্বাভাবিক। কিন্তু তা করা হয়নি। মানে বাকিদের প্রতি অসম্মান জানানোর মতোই কাজ হচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে এফডিসি প্রশাসনের নানা অব্যবস্থাপনা ও উদাসীনতার চিত্রই ফুটে উঠেছে। বর্তমান এমডি এফডিসির উন্নয়নসহ সব বিষয়ে সচেতন। তাই আশা করব বিষয়টির প্রতি নজর দেবেন তিনি। প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ বিষয়ে চলচ্চিত্রকারদের দায়িত্ব রয়েছে। কেউ মারা গেলে তার জন্ম আর মৃত্যু তারিখ এনে প্রশাসনে জমা দেবেন এবং প্রশাসন নাম লেখার দায়িত্ব নেবে। আসলে চলচ্চিত্রকাররা নিজেরাই নিজেদের ব্যাপারে উদাসীন। কোনো চলচ্চিত্রকার মারা গেলে সব শিল্পী বা নির্মাতাকে জানাজায় পর্যন্ত উপস্থিত হতে দেখা যায় না। তাই ফলকে নাম লিপিবদ্ধ করার ব্যাপারে তারা উদ্যোগ নেবেন কীভাবে? স্মৃতিফলকে ১২.৯.১৯৭০ সালে মারা যাওয়া অভিনেতা কাজী খালেক থেকে শুরু করে ১৪. ৫. ২০০২ সালে প্রয়াত অভিনেত্রী রওশন জামিল পর্যন্ত মোট ১৬ জনের নাম লিপিবদ্ধ আছে। তারপর থমকে গেছে। চলচ্চিত্রকারদের প্রশ্ন, তাহলে কি এরপর আর কোনো চলচ্চিত্রকার মারা যাননি?
শিরোনাম
- শাটডাউন : যুক্তরাষ্ট্রে এক দিনে ১৪০০ ফ্লাইট বাতিল
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু
- ইসলামিক সলিডারিটি গেমসে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় বাংলাদেশের
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৯ নভেম্বর)
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
এফডিসিতে কেন এই স্মৃতিফলক
২০০২-এর পর থেকে লেখা হয়নি আর কোনো প্রয়াতের নাম
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর