Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৯ জুলাই, ২০১৬ ২২:৫০

‘দাবাং থ্রি’তে পরিণীতি!

শোবিজ ডেস্ক

‘দাবাং থ্রি’তে পরিণীতি!

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘দাবাং’ সিরিজের প্রথম দুই ছবির নায়িকা সোনাক্ষিকে নেওয়া হচ্ছে না তৃতীয় কিস্তিতে। শোনা যাচ্ছে, এবার রাজ্জোর ভূমিকায় সোনাক্ষির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পরিণীতি চোপড়া। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ছবিটিতে পরিণীতির যোগ দেওয়ার তুমুল জল্পনা চলছে। ‘দাবাং’ (২০১০) ও ‘দাবাং টু’ (২০১২) ছবি দুটি অভাবনীয় ব্যবসায়িক সাফল্য পেয়েছে। এগুলোতে চুলবুল পাণ্ডরূপী সালমানের প্রেমিকা ও স্ত্রীর ভূমিকায় দেখা গেছে সোনাক্ষিকে। কিন্তু প্রযোজক-পরিচালক আরবাজ খান এবার অন্য কাউকে নিতে চান।  সালমানের সঙ্গে অভিনয়ের জন্য মুখিয়ে আছেন পরিণীতিও। এখন অপেক্ষা পরিণতির দাবাং হওয়ার।


আপনার মন্তব্য