Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৩১ জানুয়ারি, ২০১৭ ২৩:৩৯

ঢাকাই ছবিতে ফের প্রসেনজিৎ

শোবিজ প্রতিবেদক

ঢাকাই ছবিতে ফের প্রসেনজিৎ

ফের ঢাকার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন টালিগঞ্জের বোম্বাদা। মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। এবার তিনি জাজ মাল্টিমিডিয়ার একটি ছবিতে অভিনয় করবেন। ছবিটি অবশ্য যৌথ প্রযোজনায় নির্মাণ হবে। ছবির নাম বা অন্য কিছু এই মুহূর্তে চূড়ান্ত না হলেও জাজের কর্ণধার আবদুল আজিজ বলেছেন শিগগিরই সব কিছু ঠিকঠাক করে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে ঘোষণা দেব। প্রসেনজিৎ এদেশের যে কয়টি ছবিতে ইতিমধ্যে অভিনয় করেছেন সবই যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এসব ছবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— শাবানা প্রযোজিত ‘আমি সেই মেয়ে’, গৌতম ঘোষের ‘মনের মানুষ’ এবং একই নির্মাতার ‘শঙ্খচিল’।

টালিগঞ্জের সুপারস্টার বিশ্বজিৎ পুত্র প্রসেনজিৎ বড় পর্দায় প্রথম আসেন ১৯৮৬ সালে অঞ্জন চৌধুরীর ‘শত্রু’ ছবিটি দিয়ে। এখানে অবশ্য ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ১৯৮৭ সালে নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন সুজিত গুহর ‘অমরসঙ্গী’ ছবিতে। এই ছবিটি বাম্পার হিট হলে প্রসেনজিৎ রাতারাতি টালিউডের সুপারস্টার বনে যান। বাণিজ্যিক এবং ভিন্নধারা, দুই ধরনের ছবিতেই অভিনয় দক্ষতা দেখিয়েছেন এই নায়ক। এ দেশের দর্শকদের কাছেও সমান জনপ্রিয় তিনি।


আপনার মন্তব্য